দিনাজপুরে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ২৭ জুলাই স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিকেলে আলোচনা সভা, বর্নাঢ্য র্যালী ও কেক কাটা অনুষ্ঠিত হয়। আয়োজনে ছিলেন দিনাজপুর জেলা, পৌর ও সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
আলোচনা সভায় বক্তব্য রাখেন দিনাজপুর পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড,শামীম আলম সরকার বাবু, সাধারন সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যাামী, সহ-সভাপতি আলহাজ্ব ওয়াহেদুল আলম আর্টিস্ট, শেখ মোঃ শাহ আলম সিআইপি, সাবেক সাধারন সম্পাদক খালেকুজ্জামান রাজু, দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মোঃ রাইসুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা তাইজুল ইসলাম টিটু, দিনাজপুর পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাকিবুল হাসান সবুজ, সাধারন সম্পাদক মারুফ রাসেল, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুস সালাম সরকার, সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কেটে শুভ সুচনা করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। শেষে স্বেচ্ছাসেবকলীগের এক বর্নাঢ্য আনন্দ র্যালী দিনাজপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে পৌর শহরের ১২ টি ওয়ার্ড ও ১০টি ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।