বৃহস্পতিবার , ৩১ ডিসেম্বর ২০২০ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জ পৌরসভা নির্বাচনের প্রতীক বরাদ্দের পর প্রচারণায় মুখর সর্বত্র

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ৩১, ২০২০ ১০:১৩ অপরাহ্ণ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি :আগামী ১৬ জানুয়ারি -২০২১ বীরগঞ্জ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তীব্র শীতের মধ্যেও এখানে ভোটের উত্তাপ ছড়িয়ে পড়েছে। প্রতিটি অলিগলির চায়ের দোকান থেকে হাটবাজারে এখন সর্বত্র ভোটের আলোচনা। গতকাল প্রতীক বরাদ্দ পাওয়ার পর পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে অলিগলি, হাট-বাজার। বিভিন্ন আঞ্চলিক সড়ক-মহাসড়কে ঝুলছে ব্যানার -পোষ্টার। ভোটের প্রচার-প্রচারণা নিয়ে ব্যস্ত নেতা-কর্মীদের পদচারণায় দলীয় কার্যালয়গুলো মুখরিত হয়ে উঠেছে। দ্বিতীয় দফায় ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বীরগঞ্জ পৌরসভার নির্বাচন। এ নির্বাচনে প্রথমবারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আর এই মাধ্যমে ভোটাররা পৌরসভার ৯টি ভোটকেন্দ্রের সবগুলোতে ইভিএমে ভোট প্রদান করবেন। তবে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ নিয়ে কোনকোন প্রার্থীর চোখেমুখে শঙ্কার ছাপ দেখা দিলেও নির্বাচন কমিশন ও ক্ষমতাসীন দলের প্রার্থীসহ নেতাকর্মীরা বলছেন,’ইভিএমে কোন ধরনের জালিয়াতি সম্ভব না। উপজেলা নির্বাচন অফিস কার্য্যালয় সুত্রে জানা যায়, মেয়র পদে ৫জন প্রার্থী অংশগ্রহন করছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র মো: মোশারফ হোসেন বাবুল (মোবাইল ফোন), স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র মোহাম্মদ হানিফ( জগ), উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো: নুর ইসলাম (নৌকা), পৌর যুবদলের সদস্য সচিব মো: মোকারম হোসেন(ধানের শীষ) ও ইসলামিক আন্দোলন বাংলাদেশের মো: শাহ আলম (হাত পাখা) মার্কা পেয়ে প্রচার প্রচারণা শুরু করেছেন।

১নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর মো: আব্দুল বারিক( টেবিল ল্যাম্প), কৃষ্ণ চন্দ্র বর্মণ (পাঞ্জাবি), মো: মুরাদ হোসেন( ডালিম), মোঃ মোশাররফ হোসেন (উটপাখি)। ভোটকেন্দ্রের নাম বীরগঞ্জ সরকারি কলেজ, ভোটার ১৬২২ জন। ২নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আহাম্মদ আলী(টেবিল ল্যাম্প), মোঃ আশরাফুল আলম ফুলি(উটপাখি),সৈয়দ সুলতান মাহমুদ (ডালিম),রিয়াদ মাহমুদ(পাঞ্জাবি),আবু ছাইদ (গাজর),মো: রুস্তম আলী (স্ত্রুু ড্রাইভার)। ভোটকেন্দ্রের নাম প্যারাডাইস কিন্ডারগার্টেন এন্ড স্কুল, ভোটার১৪৪২ জন।

৩নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর মো: ওমর ফারুক (পাঞ্জাবি), মোঃ রশিদুল ইসলাম সরকার (উটপাখি), মোঃ আব্দুল আহাদ (পানির বোতল), মো: আপেল মাহমুদ(ডালিম) ও
মো: কামরুল হাসান জুয়েল (টেবিল ল্যাম্প)। ভোটকেন্দ্র বীরগঞ্জ কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটার ১৫৬৬জন। আসন ( ১,২,৩) সংরক্ষিত ০১ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর মোছা: রহিমা খাতুন ( চশমা), মোছা: সুমি ( আনারস) ও মোছা: নিশাদ বানু (অটোরিক্সা), ভোটার ৪৬৩০ জন।

৪নং ওয়ার্ডে শ্রী রাম প্রসাদ কার্তিক(উটপাখি), সাবেক কাউন্সিলর মোঃ আব্দুর রাজ্জাক রাজা (পাঞ্জাবি), মোঃ মিজানুর রহমান(ডালিম), মোঃ জয়নাল আবেদীন (টেবিল ল্যাম্প) ও সাবেক কাউন্সিলর মো: মুক্তার হোসেন(পানির বোতল)। ভোটকেন্দ্র বীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোটার ২৭৬২ জন।

৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো: মেহেদি হাসান (ডালিম) ও মোঃ মামুনুর রশিদ মামুন (উটপাখি),ভোটকেন্দ্র বীরগঞ্জ ফাজিল মাদ্রাসা, ভোটার ১৫০৭জন।

৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ হুমায়ন কবির (পাঞ্জাবি), মোঃ মমিনুর মিয়া (পানির বোতল) মোঃ আব্দুল মতিন(উটপাখি), মোঃ সাজিদুর রহমান(টেবিল ল্যাম্প) ও মোঃ রফিকুল ইসলাম(ডালিম)। ভোটকেন্দ্র মাকড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোটার ১৫৪৮ জন।

আসন( ৪,৫,৬) সংরক্ষিত ০২ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর মিসেস কোহিনুর আকতার,( আনারস), শিল্পী রানী ঘোষ(চশমা), মোছা: আসমানী বেগম(দ্বিতল বাস), মোছা: নার্গিস বেগম( বলপেন), মোছা: মর্জিনা খাতুন (জবা ফুল) ও লতিফা রহমান (টেলিফোন)। ভোটার ৫৮১৭ জন।

৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বনমালী রায় (ডালিম), মোঃ রানা (পাঞ্জাবি) মোঃ রিজভী আলম (উটপাখি), কন্চু বণিক (টেবিল ল্যাম্প) ও মোঃ শাহিনুর ইসলাম শাহিন (ব্ল্যাক বোর্ড) ভোটকেন্দ্র বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ভোটার ২৬০৬ জন।

৮নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মোঃ আব্দুল্লাহ আল হাবিব(উটপাখি) মোঃ রুবেল ইসলাম (ডালিম) ও মোঃ গোলাম মোস্তফা(পাঞ্জাবি)। ভোটকেন্দ্র জগদল লুথারেন চার্চ চাইল্ড স্কুল, ভোটার ৯৩৮ জন এবং ৯ নং ওয়ার্ডে মো: আবু মুঈদ রুবেল (ব্ল্যাক বোর্ড) সাবেক কাউন্সিলর মো: তাইজ উদ্দীন ( টেবিল ল্যাম্প), সাবেক কাউন্সিলর মো: ইদ্রিস আলী (ডালিম), মোঃ ছাইফুল ইসলাম( উটপাখি) ও মোঃ মিজানুর রহমান (পাঞ্জাবি)। ভোটকেন্দ্র জগদল হাটপুকুর আশ্রয়ন প্রকল্প কমিউনিটি সেন্টার,ভোটার ১৫৫৪ জন।

আসন (৭,৮,৯) সংরক্ষিত ০৩ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর মোছা: সামিনা ইয়াসমিন (আনারস), সাবেক কাউন্সিলর অনিতা রায়( অটোরিক্সা), নেহার বানু (চশমা) ও সুপ্রভা রানী পাল (জবা ফুল) মার্কা পেয়েছেন। ভোটার ৫,০৯৮ জন।

উল্লেখ্য যে, গত ৮ /১১/২০২০ তারিখ পর্যন্ত হালনাগাদ কৃত ভোটার সংখ্যা পুরুষ ৭,৫১৩ ও মহিলা ৮,০৩২ মিলে সর্বমোট ১৫,৫৪৫ জন ভোটারের প্রত্যক্ষ ভোট দানের মাধ্যমে এবারের বীরগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রানীশংকৈলে সাংবাদিক খুরশিদ শাওনের পিতার ইন্তেকাল

দক্ষিণ পলাশবাড়ী যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

বীরগঞ্জে এলাকাবাসীর উদ্যোগে স্বেচ্ছাশ্রমে কাঁচা রাস্তা সংস্থার

বোচাগঞ্জে পল্লী শ্রী’র পক্ষ থেকে সিবিও নারী সদস্যদের মাঝে স্মার্ট ফোন বিতরণ

পীরগঞ্জে সংগ্রামী সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে গ্রামীণ ব্যাংক

দিনাজপুরে জেলা প্রতিবন্ধী ফেডারেশনের উদ্দ্যেগে সরকারী-বেসরকারী কর্মকর্তাদের নিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী শিমুলগাছ বিলুপ্তির পথে

বোচাগঞ্জে জমি সংক্রান্ত বিষয়ে ১ জন নিহত

সংবাদ বিজ্ঞপ্তি ১০ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে ঢাকায় বাংলাদেশ মানবাধিকার কমিশনের র‌্যালী ও মানববন্ধন

হরিপুরে মাতৃছায়া প্রি-ক্যাডেট স্কুলের শ্রেণী সমাপনী ও দেওয়ালিকা উম্মোচন-২০২২ অনুষ্ঠিত