বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভানেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বোচাগঞ্জ উপজেলা বিএনপি।
১৪জানুয়ারী সন্ধ্যায় সেতাবগঞ্জ পৌর শহরের ডিএন অটো শিল্পী মটরস্ প্রাঙ্গনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মুরাদ আহম্মেদ। বোচাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ আবুল কাশেম এর সভাপতিত্বে ও মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বোচাগঞ্জ-বিরল এলাকার জাতীয় সংসদ নিবার্চনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, প্রিয় অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা ও নাফানগর ইউপি চেয়ারম্যান মোঃ শাহনেওয়াজ পারভেজ শাহান, মুশিদহাট ইউপি চেয়ারম্যান ওয়াক্কাস কাঞ্চন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল আলম,সহ-সভাপতি কাজী মুহাঃ শোহরাব হুসাইন, সহ-সভাপতি মোঃ আব্দুর রব সরকার, যুগ্ন সম্পাদক মোঃ বাবুল আকতার, যুগ্ন সম্পাদক মোঃ রেজওয়ানুল হক মানিক, সাংগঠনিক সম্পাদক মোঃ সাহেদুল ইসলাম হারেসুল। এছাড়াও ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল ও ৫ শত অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।