বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জের বেলুন গ্যাস ভরার সিলিন্ডার বিস্ফোরণে দুইজন নিহত হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার কুমারপাড়ায় এই ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- বীরগঞ্জ উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নের কুমারপাড়ার প্রতাব চন্দ্র পালের ছেলে প্রসেনজিৎ চন্দ্র পাল (১৩) এবং একই পরিবারের নিখিল চন্দ্র পালের ছেলে সীমান্ত পাল (১৭)।
পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তহিদুর রহমান জানান, দীর্ঘ ৩ বছর ধরে বেলুনে গ্যাস ভরে বিভিন্ন হাটবাজার ঘুরে ঘুরে বিক্রি করতে প্রতাব চন্দ্র পাল। প্রতাব গত কয়েক মাস থেকে অসুস্থ হয়ে পড়লে তার ছেলে প্রসেনজিৎ এবং ভাতিজা সীমান্ত মিলে সংসারের হাল ধরে ছিলেন তাঁর। কিন্তু গতকাল রাত ৮টার দিকে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে বিকট শব্দ পুরো এলাকা জুড়ে স্তব্ধ হয়ে যায়। নিমিষেই শোকের ছায়া নেমে আসে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম জানান, প্রতাব চন্দ্র পাল বেলুনে গ্যাস ভরার কাজ করে থাকে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার নিজ বাড়িতে গ্যাসের একটি সিলিন্ডার বিষ্ফোরণের ঘটনা ঘটে। এতে তার ছেলে প্রসেনজিৎ চন্দ্র পাল এবং একই পরিবারের নিখিল চন্দ্র পালের ছেলে মারাত্মক আহত হয়। বীরগঞ্জে প্রাথমিক চিকিৎসা শেষে উভয়কে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের হাসপাতালে পাঠানো হয়। রাতে সেখানেই দুইজন মারা যান।
বিষ্ফোরণের প্রকৃত কারণ জানার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।