বোচাগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জে আটগাঁও ইউনিয়নে হঠাৎ গরু, ছাগল, কৃষকের সেচ কাজে ব্যবহার করা স্যালো মেশিন চুরির ঘটনা ঘটছে। এই চুরি যেন না বেড়ে যায় তার জন্য এলাকাবাসীর অনুরোধে আটগাঁও ইউপি চেয়ারম্যান কর্তৃক মাইকিং করে ইউনিয়নবাসীকে সর্তক করা হচ্ছে।
বৃহস্পতিবার সকাল থেকেই উক্ত মাইকিং এ অত্র এলাকায় অপরিচিত কাউকে দেখা গেলে গ্রাম্য পুলিশ, স্থানীয় মেম্বার অথবা চেয়ারম্যানের মাধ্যমে প্রশাসনকে অবহিত করার কথা বলা হচ্ছে। অনাকাংখিত এ জাতীয় চুরি রোধে এলাকার প্রত্যেক পরিবারের সকল সদস্যদের সজাগ ও সচেতন থাকার অনুরোধ এবং প্রকৃত চোরকে ধরিয়ে দিতে পারলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নগদ অর্থ পুরস্কার করবে জানিয়ে মাইকিং করা হচ্ছে।
মাইকিংএ আরো বলা হচ্ছে, এক প্রতিবেশীর গবাদী পশু অন্য প্রতিবেশীর ফসলী জমি খেয়ে ক্ষতি সাধন করছে। তাই সকলের গবাদী পশু নিজ দায়িত্বে প্রতিপালন করতে নির্দেশ দিয়েছেন আটগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ নুরুন নবী চৌধুরী জামান।
আটগাঁও ইউনিয়নের বরুয়া, বরগাঁও, আলমপুর, ছোট বালীহারা, শ্রীপুরসহ কিছু গ্রামে গত দুই মাসে গরু, ছাগল, সেচ কাজে ব্যাবহার করা শ্যালো মেশিন ও এলাকাবাসীর ব্যবহারকৃত অন্যান্য সামগ্রী চুরি হয়ে যাচ্ছে।
সামনে শীত ও ঘন কুয়াশায় এই চুরির আরো বেড়ে যেতে পারে তাই এ বিষয়ে আটগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুন নবী চৌধুরী জামান বলেন, চুরি বন্ধ করতে ও এলাকাবাসীর মূল্যবান সম্পদ রক্ষার জন্য গণসচেতনা বৃদ্ধি করতে মাইকিং করার সিদ্ধান্ত নিয়েছি।
এ বিষয়ে বোচাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক রাসেল জানান, আমার জানা মতে আটগাঁও ইউনিয়নে পুর্বের তুলনায় বর্তমানে চুরির ঘটনা কমেছে। যেটুকু ছোটখাটো চুরির ঘটনা ঘটছে তা আমরা দ্রæতই বন্ধ করতে সক্ষম হবো।