সোমবার , ৩০ সেপ্টেম্বর ২০২৪ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যপাড়া পাথর খনিতে জিটিসি সাথে শ্রমিকদের ফলপ্রসু আলোচনা \ শ্রমিকদের মাঝে উচ্ছাস

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ৬:২৩ অপরাহ্ণ

পার্বতীপুর প্রতিনিধি \দিনাজপুরে পদোন্নতি,বেতন বৃদ্ধিসহ অন্যান্য দাবী নিয়ে মধ্যপাড়া পাথর খনির ঠিকাদারী প্রতিষ্ঠান জিটিসির সাথে খনি শ্রমিকদের আলোচনা ফলপ্রসু হওয়ায় শ্রমিকরা উচ্ছাস প্রকাশ করেছেন।
গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে মধ্যপাড়া পাথর খনির ওয়েল ফেয়ার ভবন চত্বরে জামর্নিীয়া-টেস্ট কনসোর্টিয়াম জিটিসি’র সাথে শ্রমিকদের এক আলোচনা সভায় তাদের পদোন্নতি, বেতন বৃদ্ধিসহ অন্যান্য দাবী পূরণ করা হয়েছে।
জিটিসি কর্তৃপক্ষ পাথর খনিটিকে চালু রেখে দেশের অর্থনৈতিক উন্নয়নের কথা মাথায় রেখে বাংলাদেশ সেনাবহিনীর আন্তরিক চেষ্টা ও সহযোগিতার মাধ্যমে শ্রমিকদের সাথে ধারাবাহিক আলোচনার মাধ্যমে নিরবিচ্ছিন্নভাবে খনির উন্নয়ন ও উৎপাদন সচল রাখতে শ্রমিকদের দাবীসমূহ মেনে নেওয়া হয়। যার ফলশ্রæতিতে শ্রমিকদের মাঝে আনন্দ ঘন পরিবেশের সৃষ্টিহয়।
শুক্রবার বিকেলে পাথর খনির শ্রমিকদের নির্ধারিত প্রতিনিধিদের সাথে জিটিসি কর্তৃপক্ষের রাত অবধি বৈঠক চলে।
বৈঠকের আলোচনা সভায় উপস্থিত ছিলেন জিটিসির নির্বাহী পরিচালক জাবেদ সিদ্দিকী, সংশ্লিষ্ট এলাকার বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর মোঃ আশিক জামান, জিটিসি’র শ্রমিক কল্যান উপদেষ্টাসহ কর্মকর্তাবৃন্দ এবং শ্রমিক প্রতিনিধি নুরুজ্জামানসহ শ্রমিক প্রতিনিধিগন।
সুত্রমতে, সাম্প্রতিক সময়ে খনি শ্রমিকরা তাদের বেতনবৃদ্ধিসহ ৫দফা দাবী পেশ করেন। জিটিসি যখন আন্তরিকতার সাথে শ্রমিকদের এই ৫দফা দাবী পূরন নিয়ে বিদেশী এবং দেশী উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ধারাবাহিকভাবে আলোচনা অব্যাহত রেখেছে, তখন কিছু সুযোগ সন্ধানী চক্র শ্রমিকদের মধ্য হতে কিছু সংখ্যককে সাথে নিয়ে উস্কানী দিয়ে খনিতে বিশৃংখলা সৃষ্টি করে বিদেশীদের নিরাপত্তা বিঘœসহ খনির উৎপাদন ও উন্নয়ন বন্ধের পায়তারা করে। এরপার শুক্রবার বিকেলে এই আলোচনা অনুষ্ঠিত হয়।
জানা যায়, পাথর খনির ব্যবস্থাপনা, রক্ষনাবেক্ষণ এবং উৎপাদন কাজে নিয়োজিত জার্মানীয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) দ্বিতীয় মেয়াদে পাথর খনির দায়িত্বভার নেওয়ার পর প্রায় আড়াই বছরে তাদের চুক্তি অনুযায়ী নির্ধারিত লক্ষ্যমাত্রার অতিরিক্ত উৎপাদন করেছে। এই সময়ে তারা প্রায় ৩৬লক্ষ টন পাথর উত্তোলন করেছে। ফলে পাথরখনিটি জিটিসি’র হাতে ধারাবাহিকভাবে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হতে চলেছে। খনিতে কর্মরত বিদেশীদের কর্মপরিবেশে নিরাপত্তা বিধান, খনির অভ্যন্তরে অবস্থিত বিভিন্ন ইক্যুইবমেন্ট এর নিরাপত্তাসহ খনিটি সু-সৃংখলভাবে পরিচালনার জন্য অন্তবর্তীকালীর সরকারের সহযোগিতা এবং স্থানীয়দের সার্বিক সহযোগিতা কামনা করেছে জিটিসি কর্তৃপক্ষ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ভাসমান’ ট্রেনের পরীক্ষা চালাল চীন! ঘণ্টায় গতি ৬২০ কি.মি

উৎসবমুখর পরিবেশে বই বিতরণ নতুন বছরে নতুন বই পেল বীরগঞ্জের শিক্ষার্থীরা

একটি অসাম্প্রদায়িক জাতি রাষ্ট গঠনে প্রথম ভিত্তি রচনা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান—– নৌপরিবহন প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে বই উৎসবে ২ লাখ ৬৪ হাজার শিক্ষার্থী পাচ্ছে ২৩ লাখ ৫১ হাজার নতুন বই

ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা

ঠাকুরগাঁওয়ে সুজয়কে নিয়ে দিশেহারা পরিবার !

কোভিট-১৯ভ্যাকসিন নিতে এসেই অক্কাপেল সুন্দরী বেগম!

কাহারোলে গরীব ও দুস্থদের মাঝে যাকাত ফান্ডের অর্থ বিতরণ

হরিপুরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় স্কুল ছাত্রীর আ*ত্নহ*ত্যা

পঞ্চগড়ে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা