পঞ্চগড় প্রতিনিধি\বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে পঞ্চগড়ে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা শিশু সংগীত ও নৃত্য প্রশিক্ষণ কর্মশালা। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিকেলে একাডেমির সহ সভাপতি মির্জা সাবদারুল ইসলাম মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন সাধারণ সম্পাদক আবু তোয়বুর রহমান। অনুষ্ঠানে জেলা কালচারাল অফিসার জাকির হোসেন স্বাগত বক্তব্য দেন। তিনি জানান, প্রশিক্ষণে ইয়াসমিন আলী সংগীত ও এসকে জাহিদ নৃত্য প্রশিক্ষণ পরিচালনা করবেন। প্রশিক্ষণ শেষে একটি করে প্রযোজনা নির্মাণ করা হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে একাডেমির যুগ্ম সম্পাদক নূর নবী জিন্নাহ, সদস্য শহীদুল ইসলাম শহীদ উপস্থিত ছিলেন। জাতীয় সংগীতের মধ্য দিয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। প্রশিক্ষণে শিশু নৃত্য শাখায় ৫০ জন এবং সংগীত শাখায় ৩০ জন অংশ নিচ্ছে। আগামী ১৬ জুলাই সমাপনী দিনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করার কথা রয়েছে। ওই অনুষ্ঠানে প্রযোজনা দুটি প্রদর্শন করা হবে।