শুক্রবার , ১৬ ডিসেম্বর ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

হাবিপ্রবিতে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা সংক্রান্ত স্টেকহোল্ডারগণের সভা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ১৬, ২০২২ ১১:৪৬ অপরাহ্ণ

হাবিপ্রবি সংবাদদাতা \ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জাতীয় শুদ্ধাচার এর “অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা” সংক্রান্ত স্টেকহোল্ডারগণের সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১ উক্ত সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও বিকল্প অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা প্রফেসর ড. মোঃ সাইফুর রহমান এবং প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ও অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা প্রফেসর ড. ইমরান পারভেজ। উপস্থাপনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান।
এ সময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান প্রধান অতিথির বক্তব্যের শুরুতে বিজয়ের মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সকল শহীদ ও মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের স্টেকহোল্ডার বলতে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সকলকে বুঝায়। প্রত্যেক স্টেকহোল্ডারই খুব গুরুত্বপ‚র্ণ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাজ হচ্ছে স্টেকহোল্ডার তথা শিক্ষার্থীদের বিভিন্ন সেবা নিশ্চিত করা। তারা যে সেবাগুলো পাওয়ার অধিকার রাখে, সেই সেবাগুলোতকে আমরা যতো সুন্দরভাবে ও নির্ধারিত সময়ের মাঝে যেন সেবা প্রদান করতে পারি সেটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য।
তিনি বলেন, আমাদের এই কাজগুলোর ম‚ল শক্তি হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে ত্যাগ, তিতিক্ষা, জেল, জুলুম সহ্য করেছিলেন, তার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কাজ করে যাচ্ছেন তারই রক্ত ও আদর্শের যোগ্য উত্তরস‚রি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ করে ২০০৯ সালে সরকার গঠনের পরই তিনি শুদ্ধাচারের উপর গুরুত্ব আরোপ করেন। সোনার বাংলা বিনির্মাণে প্রয়োজন একটি স্বচ্ছতা, জবাবদিহিতা ও অংশগ্রহণম‚লক প্রশাসনিক ব্যবস্থা। প্রশাসনিক ব্যবস্থায় যদি স্বচ্ছতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ থাকে তবে যেকোন ধরণের অন্যায় অবিচার রোধ করা সম্ভব। পরিশেষে তিনি এ ধরণের সভা আয়োজনের জন্য ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগ সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
উক্ত সভায় বিভিন্ন হলের সহকারী হল সুপার, সহকারী প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ডিগ্রীর প্রতি ব্যাচ হতে একজন করে শিক্ষার্থী তথা শ্রেণী প্রতিনিধি অংশগ্রহণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঈদ উপলক্ষে রেখে বীরগঞ্জে সেনাবাহিনীর চেকপোস্টে তৎপরতা, নিরাপত্তার পাশাপাশি সাধারণ মানুষের স্বস্তিতে

গত তিন মাসে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে গেল তিন হাজার ১৫০ মেট্রিক টন আলু

আটোয়ারীতে ব’জ্রপা’তে ৮টি ঘর পু’ড়ে ছা’ই

হাবিপ্রবির নতুন ট্রেজারার হলেন প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির

দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান

আত্রাই নদীর ভাঙনে হুমকিতে চলাচলের রাস্তাসহ দেড় শতাধিক বাড়ি

রাণীশংকৈলে ইয়াবা দুই যুবক আটক

চিরিরবন্দরে চলাচলের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন

আছিয়া ধর্ষন ও নারী এবং শিশু কন্যাদের প্রতি সহিংসতার বিরুদ্ধে আটোয়ারীতে প্রতিবাদ কর্মসূচী

লায়ন্স ক্লাবের অক্টোবর সেবা মাস উদযাপন প্রথম দিন র‌্যালী ও ফ্রি চিকিৎসা-ঔষধ প্রদান