বৃহস্পতিবার , ২ নভেম্বর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে জাতীয় যুব দিবস পালিত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ২, ২০২৩ ৬:১৬ অপরাহ্ণ

দিনাজপুরে সারা দেশের ন্যায় জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও যুব উন্নয়ন অধিদপ্তরের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। এরপর বেলুন-ফেস্টুন উড়িয়ে জাতীয় যুব দিবসের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক শাকিল আহমেদ।
দ্বিতীয় পর্বে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে “স্মার্ট যুব সমৃদ্ধ দেশ- বঙ্গবন্ধুর বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা, যুব ঋণের চেক, সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাকিল আহমেদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সিফাত-ই-রাব্বান। সম্মানীত অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি) মোহাম্মদ নুর-এ-আলম। স্বাগত বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খন্দকার রওনাকুল ইসলাম। প্রভাষক হারুন-উর-রশিদ এর উপস্থাপনায় মুক্ত আলোচনায় অংশ নেন সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ আবুল কালাম আজাদ, সফল নারী উদ্যোক্তা নাজনিন আক্তার সুইটি, সংগঠক মোঃ আহসানুজ্জামান চঞ্চল, প্রশিক্ষনার্থী মোছাঃ সানজিদা পারভীন নিতা, সাধনা মহিলা যুব উন্নয়ন সংস্থার সাধারন সম্পাদিকা সাবিনা ইয়াসমিন প্রমুখ।
অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম ও প্রতিবেদন উপস্থাপন করেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মামুন হাসান চৌধুরী।
শেষে ২৫ জনকে যুব ঋণের ১৩ লক্ষ ৩০ হাজার টাকার চেক, সনদপত্র ও ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দদের যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধনকৃত সদর উপজেলার বিভিন্ন সংগঠনের কর্মকর্তা ও সদস্যবৃন্দ ছাড়াও সরকারি-বেসরকারি পর্যায়ের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
ঘোড়াঘাট
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস র‌্যালী, আলোচনা সভা ও যুবকদের মাঝে ঋণের চেক বিতরণের মধ্য দিয়ে পালিত হয়েছে।
বুধবার উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, এসিল্যান্ড মো. মাহমুদুল হাসান, উপজেলা কৃষি অফিসার মো. রফিকুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. হানিফ উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রেজাউল করিম, জাতীয় যুব পুরষ্কার প্রাপ্ত কাজী আবু সায়াদ চৌধুরী প্রমুুখ।
আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালী বের করা হয়। পরে জাতীয় যুব পুরষ্কার প্রাপ্ত কাজী আবু সায়াদ চৌধুরীর সৌজন্যে অনুষ্ঠানে আগত যুবকসহ উপস্থিত সকলকে বিভিন্ন জাতের শাক-সবজির বীজ দেয়া হয়। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বোচাগঞ্জ
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ ”র্স্মাট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় জাতীয় যুব দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে।
১ নভেম্বর বুধবার সকাল ১০টায় উপজেলা চত্বর হতে একটি র‌্যালী সেতাবগঞ্জ পৌর শহর ঘুরে উপজেলা হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ডালিম সরকার এর সভাপতিত্বে ও মোঃ মাহবুব আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সেতাবগঞ্জ পৌর সভার মেয়র মোঃ আসলাম। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্ম কর্তা ডাঃ শ্যামলী সাহা, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মতিউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান পুতুল রানী রায় প্রমুখ। আলোচনা সভা শেষে প্রশিক্ষন প্রাপ্ত যুবকদের চেক বিতরণ করা হয়। একই মঞ্চে ইএসডিও প্রেমদ্বীপ প্রকল্পের আয়োজনে জাতীয় যুব দিবসে আদিবাসী যুবকদের বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ইএসডিও বোচাগঞ্জ উপজেলা ব্যাঞ্চ ম্যানেজার মোছাম্মৎ ঝর্না বেগম সহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
বিরামপুর
বিরামপুর:‘স্মার্ট যুব সমৃদ্ধ দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ’এই প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের বিরামপুর উপজেলায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
বুধবার সকাল ১০ ঘটিকায় বিরাপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি এবং উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় অপ্রতিষ্ঠানিক প্রশিক্ষণ উদ্বোধন,আলোচনা সভা,সফল আত্মকর্মীর মাঝে যুবঋণ ও প্রশিক্ষাণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অফিসার জমিল উদ্দিন মন্ডল।এছাড়াও বক্তব্য রাখেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন,উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল মেজবা,মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু,উপজেলা মৎস কর্মকর্তা কাওসার হোসেন,বিরামপুর উপজেলা এনজিও ফোরামের সভাপতি এনামুল হক।প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ও সফল আত্মকর্মীদের মাঝে যুবঋণ প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীর মুক্তিযোদ্ধাগণের সম্মানী ভাতা উন্নীত করায় মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন

বোদায় সর্বজনীন পেনশন কার্যক্রমের উদ্বোধন

খানসামায় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন বিষয়ক সমন্বয় সভা

রাণীশংকৈলে হযরত মুহাম্মদ (সাঃ) জন্ম উৎসবে আনন্দ মিছিল

স্কুল ব্যাংকিং কনফারেন্স এর উদ্বোধন অনুষ্ঠানে আনোয়ারুল ইসলাম স্কুল শিক্ষার্থীদের শৈশব থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়তে স্কুল ব্যাংকিং যথেষ্ট অবদান রাখবে

পীরগঞ্জে গত ১৫দিনে করোনায় ৬ জন আক্রান্ত

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে যোগদান করাতে সাবেক এমপি সুলতানা বুলবুলকে সংবর্ধনা

হরিপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

তীব্র তাপদাহ থেকে মুক্তি ও বৃষ্টির জন্য দিনাজপুরে ইস্তিসকার নামাজ আদায়

ঠাকুরগাঁওয়ে দিনমজুর বাবার সন্তান নাহিদের টাকার অভাবে অপারেশন হচ্ছেনা