বৃহস্পতিবার , ২ নভেম্বর ২০২৩ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে বিএনপির ঝটিকা মিছিল, দুই বিএনপি নেতা আটক

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ২, ২০২৩ ৬:২৭ অপরাহ্ণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের ফুলবাড়ীতে কেন্দ্রিয় ঘোষিত অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে বিএনপির ঝটিকা মিছিল, দুই নেতা আটক। শহরের মোড়ে মোড়ে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের অবস্থান।
আটক বিএনপি নেতারা হলেন ডাঙ্গাপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মেরাজ হোসেন আকাশ (৪৮) ও নুরপুর গ্রামের সাদেক সরকারের ছেলে উপজেলা বিএনপির সদস্য ও শিবনগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবু দাউদ (৫৫), ছাত্রদল কর্মি আরাফাত হোসেন (৩০)।
ঘটনা নিশ্চিত করে ফুলবাড়ী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন তাদের জ্ঞিাসাবাদের জন্য আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদে কোন তথ্য পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
কেন্দ্রিয় ঘোষিত অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন বুধবার দুপুর ১২টায় ঝটিকা মিছিল বেরকরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা, মিছিলটি নিমতলা মোড়ে আসতে গেলে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়। এরপর পৌর বাজারের মাছ হাটি থেকে সেচ্ছাসেবক দলের নেতা আকাশ ও দিনাজপুর বাসষ্টান্ড থেকে শিবনগর ইউপি বিএনপি নেতা আবু দাউদকে আটক করে ফুলবাড়ী থানা পুলিশ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত