পঞ্চগড় প্রতিনিধি\ ‘রক্তের জাত নেই, দৃষ্টিতে মৃত্যু নেই’ প্রতিপাদ্যে পঞ্চগড়ে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাাইটির সহযোগিতায় পঞ্চগড় সিভিল সার্জন অফিস র্যালী, আলোচনা সভা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল কাদের। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আফরোজা বেগম ও বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মনসুর আলম। পরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী। অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের পদস্থ কর্মকর্তা, রেড ক্রিসেন্ট সোসাইটি ও বাঁধনের কর্মকর্তা ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।