“রোগীদের জন্য নিরাপদ সেবা নিশ্চিত করা”- এই শ্লোগানকে সামনে রেখে ৮ নভেম্বর বুধবার বাংলাদেশ এসোসিয়েশন অফ রেডিওলজি এন্ড ইমেজিং টেকনোলজিস্ট (বারিট) দিনাজপুর জেলা শাখার আয়োজনে রেডিওগ্রাফি দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে দিনাজপুর সিভিল সার্জন কার্যালয় চত্বর থেকে প্রধান অতিথি ২৫০ শয্যা বিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাঃ ফজলুর রহমান ও আবাসিক মেডিকেল অফিসার (আর.এম.ও) ডাঃ মোঃ পারভেজ সোহেল রানা’র নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ২৫০ শয্যা বিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের মিলনায়তনে আলোচসভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ এসোসিয়েশন অফ রেডিওলজি এন্ড ইমেজিং টেকনোলজিস্ট (বারিট) দিনাজপুর জেলা শাখার সভাপতি গপেশ চন্দ্র সরকার এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক মোঃ জহিরুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মমিনুল ইসলাম। স্বাগত বক্তব্যে মোঃ জহিরুল ইসলাম বলেন, জেলা উপজেলায় সরকারি-বেসরকারি অনেক রেডিওলজিস্ট এর পদ শূন্য রয়েছে। সেই পদগুলো অবিলম্বে পুরনের জন্য এই সমিতির মাধ্যমে অনুরোধ জানাচ্ছি এবং সেইসাথে তাদের অনেকেরই স্মার্ট সেলারি না থাকার কারণে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। প্রধান অতিথি ২৫০ শয্যা বিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায় ডাঃ ফজলুর রহমান বলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে রোগীদের মান উন্নয়নে রেজিওলজি এন্ড ইমেজিং টেকনোলজি যথেষ্ঠ অবদান রাখবে। আর.এম.এ ডাঃ পারভেজ সোহেল রানা বলেন, এই চাকুরীর মাধ্যমে অনেক মুমুর্ষ রোগীকে সেবা দিয়ে নতুন জীবন ফিরিয়ে আনতে আপনাদের আন্তরিকতার প্রয়োজন রয়েছে। আপনাদের দাবী-দাওয়া নিয়ে আমরা উচ্চ ফোরামে আলোচনা করে তা সমাধানের চেষ্টা করব।