শুক্রবার , ২০ জুন ২০২৫ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বৈষম্য বিরোধী সাধারন শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতে হাবিপ্রবির বিশ্ব বিদ্যালয় প্রশাসন ৭ টি হলের নাম পরিবর্তন করলেন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুন ২০, ২০২৫ ৮:৩৩ অপরাহ্ণ

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)’র অ্যাকাডেমিক ভবনসহ সাতটি ভবনের নাম পরিবর্তন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ^বিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনে সম্পৃক্ত সাধারন শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন হল এবং ভবনসমুহের নাম পরিবর্তন করা হয়। ফ্যাসিষ্ট আওয়ামীলীগের সময়ে নাম করন করা ৭ হলের নাম পরিবর্তন করেছেন হাবিপ্রবি প্রশাসন।
হাবিপ্রবির ওয়েবসাইটে জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলাম প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত ২ জুন ২০২৫ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির এ সংক্রান্ত অফিস আদেশটি স্বাক্ষর করেন। বিষয়টি জানা যায় গত ১৮ জুন।
হাবিপ্রবির স্মারক নং হাবিপ্রবি /কাউন্সিল ২০১০ /রিবোসিবা/প্রশা/২০২৫-৫১৪ অফিস আদেশ এর মাধ্যমে নাম পরিবর্তনের কথা জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত অফিস আদেশের উদ্ধৃতি দিয়ে বলা হয়, গুগল ফর্মের মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে বিতর্কিত নামের পরিবর্তন বিষয়ে নতুন নামের প্রস্তাব গ্রহণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রাপ্ত প্রস্তাবগুলো যাচাই বাছাই করে গঠিত নামকরণ কমিটি বিভিন্ন শহীদ ও বিশিষ্ট জনের নামে নাম পরিবর্তনের সুপারিশ করে। পরে ৫৯ তম রিজেন্ট বোর্ডের সভায় এসব সুপারিশ অনুমোদন করা হয়।
যে সব হলের নাম পরিবর্তন করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে রাখা হয় ‘বিজয় ২৪ হল’, তাজউদ্দীন আহমেদ হলের নাম পরিবর্তন করে রাখা হয় ‘শহীদ আবরার ফাহাদ’ হল, শেখ রাসেল হলের নাম পরিবর্তন করে রাখা হয় ‘শহীদ নূর হোসেন’ হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে রাখা হয় ‘বেগম রোকেয়া হল’, আইভি রহমান হলের নাম পরিবর্তন করে রাখা হয় ‘নবাব ফয়জুন্নেছা হল’, ড. এম. ওয়াজেদ মিয়া ভবনের নাম পরিবর্তন করে রাখা হয় ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভবন’ এবং শেখ সায়েরা খাতুন হলের নাম পরিবর্তন করে রাখা হয় ‘বেগম খালেদা জিয়া’ হল (প্রস্তাবিত) ।বেগম খালেদা জিয়া হল প্রস্তাবিত নামকরনের বিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির জানান এই প্রস্তাবটি তাঁর পরিবারের সদস্যগণের সম্মতি সাপেক্ষে চুড়ান্ত করা হবে ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

এম আব্দুর রহিম স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২য় খেলায় বিজয়ী ইউনিয়ন স্পোর্টিং ক্লাব ফাসিলাডাঙ্গা

খানসামায় গাঁজাসহ ব্যবসায়ী আটক

জনমনে মিশ্র প্রতিক্রিয়া রাণীশংকৈলে বিএনপি’র সম্মেলন দ্বি-বার্ষিক না ত্রি-বার্ষিক?

চিরিরবন্দরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার

ঐতিহ্যবাহী বাংলা স্কুলের বার্ষিক বনভোজন অনুষ্ঠানে পৌর মেয়র পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের বিনোদনের বিষয়টিও স্কুল কর্তৃপক্ষকে চিন্তা করতে হবে

সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

দুই পরিবারের দ্বন্দ্বে বন্ধ রাস্তা, খানসামায় ভোগান্তিতে দুই গ্রামের হাজারো মানুষ

বীরগঞ্জে পল্লীশ্রীর উদ্যোগে দলীয় নেতাদের দল ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

জেলা ট্রাক ট্রাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের আসন্ন নির্বাচনের লক্ষ্যে উপ-কমিটির সভা

শেখ হাসিনার দূরদর্শিতার কারণেই দেশে খাদ্য সংকট নেই-এমপি গোপাল