মোঃ শামসুল আলম,বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, নেতৃত্বের কোন বিকল্প নেই। এই ভূখন্ডে অনেক নেতা আমরা পেয়েছি। অনেক সংগ্রাম হয়েছে। অনেক বড় বড় রক্ত দেওয়া হয়েছে কিন্তু আমাদের অধিকার প্রতিষ্ঠা হয় নাই। কারণ নেতৃত্বের দুর্বলতা ছিল। পরিকল্পনায় ভুল ছিল। সঠিক নেতৃত্বই সঠিক গন্তব্যে পৌছে দিতে পারে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই বাঙ্গালীর হাজার বছরের শ্রেষ্ঠ নেতৃত্ব সে জন্যই তিনি আমাদের অধিকার দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, আমাদের পরিচয় দিয়েছেন। যতদিন পৃথিবী থাকবে ততদিন শেখ মুজিব আমাদের নয়নের মাঝে আলোর পথিক হয়ে থাকবে। বঙ্গবন্ধুকে হত্যা করার পর অনেকে রাষ্ট্র প্রধান হয়েছেন, সরকার প্রধান হয়েছেন কিন্তু বাংলাদেশের পরিবর্তন কেউ দিতে পারো নাই। এই বাংলাদেশ বদলে গেছে। আমরা বলেছিলাম দিন বদলের সনদ ২০০৮ সালে, যে আমরা এই বাংলাদেশ বদলে দিতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা বাংলাদেশ বদলে দিয়েছে। অসম্ভব এক পরিবর্তন। শুধু রাস্তা ঘাট ব্রিজ কালভার্ট নয় মানুষের জীবন, মানুষের শিক্ষা, মানুষের স্বাস্থ্য, মানুষের চিন্তা, চেতনা সব কিছু বদলে গেছে। এই রুপান্তরিত বাংলাদেশের রুপকার হচ্ছে দেশ রতœ শেখ হাসিনা। প্রধান মন্ত্রী অনেকে আছে, অনেকে যাবে কিন্তু আমরা একজন শেখ হাসিনা পাবো না। আগামী হাজার বছরে যেমন একজন বঙ্গবন্ধুকে পাওয়া যাবে তেমনি আগামী হাজার বছরে একজন শেখ হাসিনার নেতৃত্ব পাওয়া যাবে না। নেতৃত্বের প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা থাকতে হবে। এবং সঠিক নেতৃত্বকে আমাদের বেছে নিতে হবে। যতই কঠিক হোক না কেন সঠিক নেতৃত্ব বেছে নিতে হবে। তা না হলে একটা ব্যাপক সামাজিক বিপর্যয় দেখা দিবে যে টা থেকে আমরা কেউ রক্ষা পাবো না।
গত রবিবার দিনাজপুরের বোচাগঞ্জে সেতাবগঞ্জ পৌরসভার তত্ত¡াবধানে ১৪ কোটি টাকা ব্যায়ে বিভিন্ন উন্নয়ন মুলক কাজের ভিত্তি প্রস্থর স্থাপন ও শুভ উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা গুলো বলেন।
সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলামের সভাপতিত্বে এছাড়াও সভায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জাফরুল্লাহ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী ভরত পাল, সাংবাদিক প্রতিনিধি আব্দুস সাত্তার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলতাফুর রহমান, শিক্ষক প্রতিনিধি মোঃ সোহেল রানা, কাউন্সিলর জাহাঙ্গীর আলম লিটন প্রমুখ বক্তব্য রাখেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ডালিম সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু ষৈয়দ হোসেন, সহ-সভাপতি মোঃ আব্দুস সবুর, অর্থ বিষয়ক সম্পাদক বিশিস্ট শিল্পপতি আঃ হান্নান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্যামলী সাহা সহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।