সোমবার , ১৩ নভেম্বর ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

উন্নয়ন-অগ্রযাত্রা এগিয়ে নিতে মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির একতাবদ্ধ থাকতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ১৩, ২০২৩ ৫:৪০ অপরাহ্ণ

বিকাশ ঘোষ ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: –
দিনাজপুর-১(বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, স্বাধীনতার পরাজিত, বঙ্গবন্ধুর হত্যাকারী ও তাদের দোসররা আবারো ক্ষমতা দখল করে পরিকল্পিতভাবে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু তারা দেখেও দেখছে না যে, তাদের ডাকা হরতাল-অবরোধ বাংলার জনগন প্রত্যাখান করেছে। তার পরও জ্বালাও পোড়াও কর, মানুষ হত্যা করে তারা ক্ষমতায় যেতে চাইছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়ন-অগ্রযাত্রা এগিয়ে নিতে মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির একতাবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে সকল ক্ষেত্রে এগিয়ে নিচ্ছেন। আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ বিশ্বে আজ ‘রোল মডেল’। বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে। আগামীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আবারো নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
রোববার (১২ নভেম্বর ২০২৩) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে কাহারোল মুক্তিযুদ্ধ স্মৃতি যাদুঘর নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাঈদুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দ্বিজেন্দ্র দেব নাথ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, সাধারন সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, উপজেলা প্রকৌশলী মো. ফিরোজ আহম্মেদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেব নাথ, মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান জাহিদুলজ্জামান লিমন, রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন।
এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নব নির্মিত কাহারোল উপজেলার বলরামপুর তেলমাখা ঘাটে ব্রীজের উদ্বোধন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১ কোটি ৪ লাখ টাকা ব্যয়ে কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নে চৌধুরী হাট রাস্তা হতে মুকুন্দপুর রাস্তা ভায়া মোহিদিপুর বাগমারা আবাসন পর্যন্ত রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১ কোটি ৪ লাখ টাকা ব্যয়ে কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে কাহারোল-বিরল রাস্তা হতে ভেন্ডাবাড়ী-বিরল আমবাগান মোড় পর্যন্ত রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি গোপাল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে জাতীয় নারী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পে সুযোগ পাওয়া সংবর্ধনা

ঠাকুরগাঁওয়ে বাবাকে মারধর করায় মাদকাসক্ত যুবকের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৫ দিনের কারাদন্ড প্রদান

কাহারোলে বুদ্ধিজীবি দিবস ও বিজয়  দিবস উদযাপনে প্রস্তুতি সভা

কাহারোলে বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

কোভিড-১৯: ঠাকুরগাঁওয়ে পৌঁছেছে ৪৮ হাজার ডোজ টিকা

শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে

কাহারোলে ছাত্রকে মারপিটের ঘটনায় উপজেলা প্রশাসনের ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

কাহারোলে ছাত্রকে মারপিটের ঘটনায় উপজেলা প্রশাসনের ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

আটোয়ারী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ইফতার

পীরগঞ্জে ৪ জুয়ারী আটক

তালেবান সরকারকে এখনই স্বীকৃতি দিচ্ছে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বীরগঞ্জে শতগ্রাম উচ্চ বিদ্যালয়ে আদালতের আদেশ অমান্য করে তিন পদে নিয়োগ এক পদ স্থগিত