কাহারোল(দিনাজপুর) প্রতিনিধি ঃ কাহারোলে রামচন্দ্রপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রকে শিক্ষক কর্তৃক উগ্র আচরণ ও লাঠি দিয়ে বেধড়ক মারপিটের ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন উপজেলা প্রশাসন। দিনাজপুরের কাহারোল উপজেলা সদর সংলগ্ন রামচন্দ্রপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছাঃ মুক্তিয়ারা বেগম কর্তৃক সপ্তম শ্রেণির ছাত্র তুফান চন্দ্র রায়ের সাথে উগ্র আচরণ ও মারপিটের ঘটনায় গত ২০ নভেম্বর‘২৪ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মোঃ আমিনুল ইসলাম জানিয়েছেন। তিনি এ প্রসঙ্গে আরোও বলেন, অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ২০ নভেম্বর‘২৪ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছাঃ মুক্তিয়ারা বেগম-এর অতিলম্বে পদত্যাগের দাবিতে বিক্ষোব-মিছিল ও মানব বন্ধন করার পরিপেক্ষিতে এবং ছাত্র তুফান চন্দ্র রায়ের সাথে উগ্র আচরণ এবং মারপিটের ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি নিরপেক্ষ ও সুষ্ঠ তদন্তের জন্য উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ মোঃ সরফরাজ হোসেন কে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলো উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রাজুল ইসলাম কে সদস্য করা হয়।