পীরগঞ্জ প্রতিনিধি ঃ “ডায়াবেটিসের ঝুঁকি জানুন, প্রয়োজনে ব্যবস্থা নিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে র্যালী ও পথসভা হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ডায়াবেটিস হাসপাতল থেকে একটি র্যালী বের হয়ে উপজেলা পরিষদ চত্ত¡র সহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, সহকারী কমিশনার (ভূমি) আব্দল্লাহ আল রিফাত, পীরগঞ্জ ডায়াবেটিস হাসাপাতালে সহসভাপতি ও পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, ডায়াবেটিস হাসপাতালের পরিচালক ফয়জুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দেলওয়ারা বুলবুল, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, ডায়াবেটিস হাসপাতালের অর্থ সম্পাদক সলেমান আলী সহ অনেকেই অংশ নেয়।