পীরগঞ্জ প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৮৫ টি মাদ্রাসা ও এতিম খানা এবং ৬৯ জন অসহায় পরিবারের মাঝে ৬’শ প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসব বিতরণ করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, সহকারী কমিশনার(ভুমি) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি দবিরুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সাংবাদিক মোশরফ হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, ঠাকুরগা-৩ আসনের জাতীয় সংসদ সদস্য হাফিজউদ্দীন আহমেদের বিশেষ চেষ্টায় ত্রান ও দুর্যোগ মন্ত্রনালল থেকে পাওয়া এসব শুকনা খাবারের প্রতি প্যাকেটে ১০ কেজি মিনিকেট চাল, দেশি মসুর ডাল ১ কেজি, চিনি ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, আয়োডিন যুক্ত লবন ১ কেজি সহ মরিচ, হলুদ ও ধনিয়ার গুড়া রয়েছে।