ঠাকুরগাঁও প্রতিনিধি : প্রথম আলোর জোষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে দ্রæত নি:শর্ত মুক্তি ও নির্যাতনকারীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদী সমাবেশ কর্মসুচি পালন করেছে ঠাকুরগাঁওয়ে সাংবাদিক ও সচেতন নাগরিকবৃন্দ।
মঙ্গলবার(১৮ মে) বিকেলে শহরের চৌড়াস্তা মোড়ে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক রোজিনা স্বাস্থ্য মন্ত্রাণালয়ের বিভিন্ন দুর্নীতির খবর প্রকাশের জেরে তাকে মিথ্যা মামলায় জেলে পাঠানো হয়েছে। এটি শুধু রোজিনার মতো সাংবাদিকের ক্ষতি নয় দেশের সাংবাদিকদের জন্য একটি হুমকি। রোজিনার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করে তার মুক্তি দাবি জানান সাংবাদিক নেতারা।
ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরোজ আমিন সরকার, অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, সিনিয়র সাংবাদিক আব্দুল লতিফ, ডেইল স্টারের প্রতিনিধি কামরুল ইসলাম রুবায়েত, প্রথম আলোর জেলা প্রতিনিধি মজিবর রহমান, সাংবাদিক ফজলে ইমাম বুলবুল, ক্রান্তিকালের সম্পাদক মাহাবুর আলম রুবেল প্রমুখ।
মানববন্ধনে জেলা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।