বুধবার , ১৩ নভেম্বর ২০২৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে পালশা ইউনিয়ন বিএনপির কর্মী ও সুধী সমাবেশ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ১৩, ২০২৪ ১০:২৯ পূর্বাহ্ণ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাটে পালশা ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথক মিছিল নিয়ে যোগ দেন।
রবিবার বিকালের ডুগডুগীহাট কলেজ মাঠে পালশা ইউনিয়ন বিএনপির সভাপতি একেএম মিঠু সিদ্দীকির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মুনছুর আলী মাষ্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ্ মোঃ শামীম হোসেন চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মিলন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজার রহমান লাবলু। আরও বক্তব্য রাখেন, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও