বুধবার , ২২ নভেম্বর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে কবি নুরুল আমিনের ২৩তম মৃত্যুবার্ষিকী আজ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ২২, ২০২৩ ৮:১৭ অপরাহ্ণ

আজ বুধবার দিনাজপুরের কবি নুরুল আমিনের ২৩তম মৃত্যুবার্ষিকী। মরহুম নুরুল আমিন দৈনিক ইত্তেফাকের জন্মলগ্ন থেকে বৃহত্তর দিনাজপুর জেলার জেলা প্রতিনিধি হিসেবে ১৯৭৩ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। দৈনিক উত্তরবাংলা পত্রিকার প্রতিষ্ঠাতা উপদেষ্টা সম্পাদক, কাব্য প্রতিভার স্বীকৃতি স্বরূপ ১৯৬৮ সালে প্রেসিডেন্ট পদকপ্রাপ্ত হন। সাংবাদিকতার অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সাংবাদিক সমিতি তাকে একুশে স্মারক পদক প্রদান করেন। তিনি অর্ধশতাধিক গ্রন্থের প্রণেতা। আজ বুধবার বাদ আসর পাক পাহাড়পুর জামে মসজিদে তার রুহের মাগফিরাতের জন্য মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। কবি নুরুল আমীন ২০০০ সালের ২২ নভেম্বর মৃত্যুবরণ করেন।
বিশিষ্ট কবি, সাহিত্যিক, সাংবাদিক, সমাজসেবী ও বিদ্যোৎসাহী কবি মোঃ নুরুল আমিন ১২ ফেব্রæয়ারি ১৯১৪ সালে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন রাতইল-ঘোনাপাড়ার বুনিয়াদী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি জীবন ও জীবিকার তাগিদে ১৯৩৩ সালে দিনাজপুরে বড় ভগ্নিপতির কাছে চলে আসেন। পরবর্তীতে তিনি দিনাজপুরে একটি স্কুলে শিক্ষকতার চাকরিতে যোগদান করেন। তিনি দীর্ঘ ১২ বছর দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি প্রথম দিনাজপুর প্রেসক্লাবের আজীবন সদস্য।
উল্লেখ্য, কবি নুরুল আমিন দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার, দৈনিক উত্তরবাংলার সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান-এর পিতা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত