আইসিটি প্রশিক্ষণ বিষয়ক কর্মশালায় উপ-পরিচালক
চাকুরির পিছনে না ঘুরে বাড়িতে বসেই
অর্থ উপার্জন করতে পারবেন
দিনাজপুর মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ-পরিচালক মোঃ মোর্শেদ আলী খান বলেছেন, সোনার হরিণ চাকুরির পিছনে না ঘুরে শিক্ষিত বেকার যুবকেরা বাড়িতে বসেই হাজার হাজার টাকা উপার্জন করতে পারবেন।
সোমবার মেঘনা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা পাহাড়পুর দিনাজপুরের আয়োজনে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের আর্থিক সহযোগিতায় তাদের নিজস্ব কার্যালয় দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান শীর্ষক কর্মশালার উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। মেঘনা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আলেয়া বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তা মোঃ মাইনুল ইসলাম। দিনব্যাপী এই কর্মশালায় মাইক্রোসফ্ট অফিস, হ্যাডওয়ার ও সফ্টওয়্যার বিষয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন এ্যাপটাচ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট দিনাজপুর এর ইনিস্ট্রেকটার (বেসিক ট্রেড) এর প্রশিক্ষক আশিক কুমার দাস। উক্ত কর্মশালায় ৩০ জন শিক্ষিত যুবক অংশগ্রহন করে।