দিনাজপুরে যুব নারীদের আত্মকর্মসংস্থানের জন্য সপ্তাহব্যাপী ব্লকবাটিক প্রিন্টিং বিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। যুব নারীরা যাতে এই প্রশিক্ষন নিয়ে নিজে স্বাবলম্বী কিংবা বাড়তি আয় করতে পারে।
দিনাজপুর সদর উপজেলার মোট ৩০জন নারী এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেয়। সকাল ১০ টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ।
গতকাল বুধবার দুপুরে দিনাজপুর শহরের চাউলিয়াপট্টি এলাকায় সদর যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় ও শালুককুড়ি যুব নারী কল্যান সংস্থার আয়োজিত এ প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি যুব উন্নয়ন অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক খন্দকার রওনাকুল ইসলাম।
দিনাজপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মামুন হাসান চৌধুরীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সহকারী সদর যুব উন্নয়ন কর্মকর্তা সালমা বেগম, শালুককুড়ি যুব নারী কল্যান সংস্থার চেয়ারম্যান সালেহা আমান, “আলোর পথে যাগো যুব” যুব সংগঠনের সভাপতি মোসাদ্দেক হোসেন প্রমুখ।