বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি:- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নের উত্তর দেউলী রাধাগোবিন্দ মন্দিরের প্রাচীর নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার(১৪ ফেব্রæয়ারি ২০২১) দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবেন উদ্বোধন করেন শিবরামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও হিন্দু -বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ইউনিয়ন সাধারণ সম্পাদক সত্যজিৎ রায় কার্তিক। এসময় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমূল্য রতন রায়, ৪নং ওয়ার্ডের সভাপতি মুক্ত লাল রায়, সাধারন সম্পাদক যতিন চন্দ্র রায়, ২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ফটিক চন্দ্র রায়, মন্দির কমিটির সভাপতি যগদিশ চন্দ্র গোস্বামী, সাধারন সম্পাদক অমৃত কুমার রায় সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।