তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে ভারত থেকে দেশে ফিরেই করোনা পজিটিভ হয়েছেন এক বাংলাদেশি দম্পতি। তারা হলেন দিনাজপুর জেলার সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের বাসিন্দা আবু বাশার (৫৭) ও তার স্ত্রী মুসতারিয়া বেগম (৫০) । গত শনিবার দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে এন্টিজেন পরীক্ষায় করোনা শনাক্ত হন।
করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. ফজলুর রহমান। তিনি জানান, তবে তারা দুজনে সুস্থ্য আছে এবং তারা নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকবেন৷
বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ওই দম্পতি ভারত থেকে ফুলবাড়ি ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট আসলে মেডিকেল টিমের স্বাস্থ্যকর্মীরা তাদের এন্টিজেন টেষ্ট করলে দুজনের শরীরে করোনা শনাক্ত হয়৷ তবে এর আগে ওই দম্পতি ভারতে আরসিপিসিআর পরীক্ষায় নেগেটিভ ফলাফল নিয়ে বাংলাদেশরে বাংলাবান্দা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে প্রবেশ করে।
তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) সোলাইমান হোসেন বলেন, দুপুরে ওই দম্পতি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করলে আমরা তাদের এন্টিজেন টেষ্ট করলে তাদের শরীরে করোনা শনাক্ত হয়। পরে বিষয়টি উর্ধতন কর্মকর্তাকে অবহিত করি৷
এবিষয়ে বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ইমিগ্রেশন) বলেন, ওই দম্পতি বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট প্রবেশ করার সাথে সাথে তাদের দুজনের এন্টিজেন টেষ্ট করা হলে তাদের শরীরে করোনা শনাক্ত হয় পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহার নির্দেশে স্থলবন্দর হতে তাদের নিয়ে যাওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা জানান, বাংলাবান্ধা ইমিগ্রেশনে এক দম্পতির শরীরে করোনা শনাক্ত হলে পরে তেঁতুলিয়া উপজেলা প্রশাসন দিনাজপুর জেলা প্রশাসনের সাথে যোগাযোগের মাধ্যমে ওই দম্পতিকে দিনাজপুরে ফেরত পাঠিয়ে দেয়া হয়। তবে স্থলবন্দরে করোনা, শনাক্ত হলেও আতঙ্কিত হওয়ার মত কিছু হয়নি বলে জানান তিনি।