পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা নিয়ে দিনাজপুর-৫সংসদীয় আসন। এবার ৮বারের মতো আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হয়ে দিনাজপুর-৫(ফুলবাড়ী-পার্বতীপুর) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
গতকাল বৃহস্পতিবার তিনি ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মীর মোঃ আল কামাহ্ তমাল হাতে তিনি মনোনয়নপত্র জমা দেন। এর আগে তিনি টানা সাতবারের সংসদ সদস্য।
অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার ১৯৮৬সালে দিনাজপুর-৫আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সপ্তমবারের মতো সংসদ সদস্য হন।
জেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি জেলার অন্য এলাকার চেয়ে নিজ আসন পার্বতীপুর ও ফুলবাড়ীতে সরব থাকেন বেশী। অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি ১২বছর দিনাজপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, ২১বছর সাধারণ সম্পাদক এবং গত ৫বছর ধরে সভাপতির পদে দায়িত্ব পালন করছেন তিনি। ১৯৯১সালে বিএনপির আমলেও নির্বাচনে বিজয়ী হয়ে এমপি হয়েছেন।১৯৯১ থেকে ২০১৮সাল পর্যন্ত টানা ৬বার নির্বাচিত হন। তিনি সংসদ সদস্যের পাশাপাশি বিভিন্ন সংসদীয় কমিটির সদস্য, ২০০৮সালে নির্বাচনের পর ৫বছর প্রতিমন্ত্রী এবং ২০১৪সালে আওয়ামী সরকারের পূর্ণমন্ত্রী হন।
এবার জাতীয় সংসদের এমপি নির্বাচিত হলে দক্ষ মানবসম্পদ তৈরিতে সর্বাধিক নজর রাখবের বলে সাংবাদিকদের জানান তিনি।
স্থানীয় কয়েকজন ভোটার বলেন, এ আসনে এখন পর্যন্ত যাঁরা মনোনয়নপত্র তুলেছেন, মোস্তাফিজুর রহমান ফিজারের সঙ্গে তাঁরা পারবেন না। এলাকায় তাঁর বিকল্প তিনি নিজেই।
ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান বলেন, আ্যাড.মোস্তাফিজুর রহমান ফিজার দীর্ঘসময় দলকে নেতৃত্ব দিয়ে আসছেন। প্রায় সব নেতা-কর্মী ও সাধারণ মানুষ তাঁর পক্ষে কাজ করবেন।