হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা:
ঠাকুরগাঁওয়ের হরিপুরে অগ্নিকাণ্ডে ৫ পরিবারের ১৪টি ঘর, ২টি ছাগল ও ঘরে থাকা সমস্ত আসবাবপত্র ভস্মীভূত হয়েছে।
খবর পেয়ে রবিবার (১৬ এপ্রিল) রাতেই ক্ষতিগ্রস্থ ঐ পরিবারগুলোর মাঝে শুকনো খাবারসহ আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে উপজেলার সদর ইউনিয়নের বালিহারা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাত সাড়ে আটটার দিকে লুৎফর রহমানের ছেলে আলমের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মুহূতের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ৫পরিবারের বসতবাড়ির ১৪টি ঘর, ২টি ছাগলসহ সমস্ত আসবাবপত্র ভস্মীভূত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
খবর পেয়ে হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) এ কে এম শরীফুল হক ঘটনাস্থল পরিদর্শন করে অসহায় পরিবারগুলোর মাঝে শুকনো খাবার,কম্বল, আর্থিক সহায়তা প্রদান করেছেন।