Wednesday , 16 April 2025 | [bangla_date]

বর্ণিল সাজে ও উৎসবে হাবিপ্রবিতে বাংলা নববর্ষ উদযাপন

বাংলা নববর্ষকে বরণ করতে বর্ণিল সাজ ও উৎসবে মেতেছিল হাবিপ্রবি ক্যাম্পাস। দেশীয় কৃষ্টি ও ঐতিহ্যের সমারোহে দিনব্যাপী নানান আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত হয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি)।
এ উপলক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা’র নেতৃত্বে সোমবার সকাল ১০টায় টিএসসি’র সম্মুখ হতে শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাস ও বের হয়ে ক্যাম্পাস ও এর আশপাশের সড়ক প্রদক্ষিণ করে প্রমাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন শাখার পরিচালকসহ শিক্ষক, শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীর অংশগ্রহণ সবার দৃষ্টি কাড়ে।
বিভিন্ন অনুষদ ও শিক্ষার্থীদের পক্ষ থেকে সারাদিনব্যাপী বৈশাখী মেলাসহ দেশীয় খাবারের আয়োজন করা হয়। প্রায় ৫০টি স্টলে শিক্ষার্থীরা নিজেদের ভিন্ন স্বাদের খাবার ও উদ্ভাবনী সামগ্রী প্রদর্শন করে।
শোভাযাত্রা শেষে উপাচার্য স্টল পরিদর্শন করেন এবং সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। টিএসসি’র মুক্ত মঞ্চে হাবিপ্রবি ডিবেটিং সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত হয় আবহমান বাংলা ও আঞ্চলিকতার উপর “প্রদর্শনী বিতর্ক”। এছাড়াও পহেলা বৈশাখ উপলক্ষে বিএনসিসি’র আয়োজনে অনুষ্ঠিত হয় বাংলার ঐতিহ্যবাহী কাবাডি ও হাড়ি ভাঙ্গা খেলা, হাবিপ্রবি ফিল্ম ক্লাবের আয়োজনে চলচিত্র প্রদর্শনী, বিজনেস স্টাডিজ অনুষদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান, অর্ক সাংস্কৃতিক জোট’র আয়োজনে অর্ক নববর্ষ উৎসব শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান, মজার স্কুলের শিক্ষার্থীদের পান্তা ভাতের আয়োজন সব মিলিয়ে উৎসবে মেতেছিল সবাই।
উল্লেখ্য, বাংলা নববর্ষ ১৪৩২উপলক্ষে “বৈষম্য ও বিভেদ ভুলে ন্যায্যতা ও ভ্রাতৃত্বের বন্ধনে উদ্ভাসিত হউক আমাদের জীবন” এই শিরোনামে উপাচার্য সকলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি বাদ যোহর হাবিপ্রবি কেন্দ্রীয় মসজিদে দেশ ও জাতির সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও