প্রেস বিজ্ঞপ্তি \বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের ৫০তম বার্ষিক সাধারণ সভা প্রয়োজনীয় কোরাম পুরণ না হওয়ায় আজ রোববার সকাল সাড়ে ১১টা পর্যন্ত মুলতবি ঘোষনা করা হয়েছে। তবে নির্বাচন কমিশন আগামী ৩ বছর মেয়াদী ইউনিটের কার্যকরি কমিটির বিনাপ্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত ৭ জন কর্মকর্তার নাম ঘোষনা করেছেন।
শনিবার সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের ৫০ তম বার্ষিক সাধারণ সভা উপলক্ষ্যে পাহারপুরস্থ ইউনিট কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. দেলওয়ার হোসেন ও সংগঠনের পতাকা উত্তোলন করেন সেক্রেটারী মো. আলাউদ্দিন। পতাকা উত্তোলনের সময় জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে ইউনিট মিলনায়তনে বার্ষিক সাধারণ সভার অধিবেশন চেয়ারম্যান আলহাজ্ব মো. দেলওয়ার হোসেনের সভাপতিত্বে শুরু হলে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইউনিটের হিসাব রক্ষক মো. আমজাদ আলী, পবিত্র গীতা পাঠ করেন নির্বাহী সদস্য রঞ্জিত কুমার সাহা ও পবিত্র বাইবেল পাঠ করেন সিস্টার ডেনিস।
শুরুতে ইউনিটের সেক্রেটারী মো. আলাউদ্দিন শুভেচ্ছা বক্তব্য রাখেন। প্রয়োজনীয় সংখ্যক ৪৪৬ জন আজীবন ও বার্ষিক সদস্য উপস্থিত না থাকায় প্রয়োজনীয় কোরাম পুরণ হয়নি। সেজন্য সোসাইটির জাতীয় সদর দপ্তরের পরিপত্রের নির্দেশনা অনুযায়ী আজ রোববার সকাল সাড়ে ১১ টায় ইউনিট মিলনায়তনে বার্ষিক সাধারণ সভার মুলতবি অধিবেশন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাহী সদস্য কামরুল হুদা হেলাল।
শনিবার ইউনিট কার্যকরি কমিটির নির্বাচনের তারিখ নির্ধারিত হওয়ায় প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. হাসনে ইমাম নয়ন আগামী ৩ বছরের জন্য বিনাপ্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত ৭জন কর্মকর্তার নাম ঘোষনা করেন। নব নির্বাচিত কর্মকর্তাগণ হলেন-ভাইস চেয়ারম্যান বজলুল হক, সেক্রেটারী মো. আলাউদ্দিন এবং ৫ জন নির্বাহী সদস্য কামরুল হুদা হেলাল, রঞ্জিত কুমার সাহা, শাহ মো. রফিকুল ইসলাম, মির্জা আশফাক হোসেন ও ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল।