বুধবার , ১৬ নভেম্বর ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মৌলিক গান নিয়ে তৃতীয় সিজনে উর্বশী গানের সিঁড়ি

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ১৬, ২০২২ ৭:২৫ অপরাহ্ণ
মৌলিক গান নিয়ে তৃতীয় সিজনে উর্বশী গানের সিঁড়ি

পীরগঞ্জ (ঠাকুরগাও) প্রতিনিধিঃ পুরোনো বাংলা গানকে কভার করে গানচর্চা করছে বেসরকারি টেলিভিশনসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সংগঠন। কিন্তু নতুন গীতিকার, সুরকার ও মিউজিক চর্চার উদ্যোক্তা খুবই কম। মৌলিক গান নিয়ে কাজ করছে সাংস্কৃতিক সংগঠন উর্বশী ফোরাম।

এরই মধ্যে দুটি সিজন সম্পন্ন করে তৃতীয় সিজনের শুটিং সম্পন্ন হলো এফডিসিতে।

উর্বশী গানের সিঁড়ি’ শিরোনামে এই উদ্যোগে ইতোমধ্যে রেকর্ড ও শুটিং সম্পন্ন হয়েছে স্বতন্ত্র ধারার ২৯টি মৌলিক গান। গানগুলির বেশির ভাগই অধুনা ধারার লোকগীতি।
কয়েকটি ক্লাসিক্যাল ধারার গানও হয়েছে বলে জানা গেছে।

গানগুলোর গীতিকার বুলবুল আনাম, প্লাবন কোরেশী, জহিরুল ইসলাম বাদল, রামাচরণ, আলাউদ্দীন কাওয়াল, জাহিদুল ইসলাম, ইশতিয়াক রুপু, আহসান কবির, মুন্সিগঞ্জের সোহাগ, জাহিদুল ইসলাম,মাহফুজ ইমরান, নাজিম উদ্দিন, রাসেল কবির ও ড. মো. হারুনুর রশীদ।

গানগুলোর সুর করেছেন প্লাবন কোরেশী, বুলবুল আনাম, পলাশ লোহ, শামীম মাহমুদ, নিজামউদ্দিন জাহিন, সালেহ বিশ্বাস, আলাউদ্দীন কাওয়াল। এতে একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর ও ডলি সায়ন্তনী।

এছাড়াও একক ও দ্বৈত গানে অংশ নিয়েছেন লায়লা, সালমা, সেলিম চৌধুরী, বন্যা তালুকদার, গামছা পলাশ, আয়েশা জেবীন দিপা, রেশমা, জাহিন খান, নুঝাত পুষ্পিতা, তসিবা, সুমি মির্জা, প্রিয়াংকা বিশ্বাস, অংকন, হৃদয় সৈকত, স্বর্গ্য তৌহিদ, জুঁই রায়, রুনা বিক্রমপুরী, মিজান বাউলা, মৌমিতা বড়ুয়া, শবনম প্রিয়াংকা, নিশি শ্রাবণী, লক্ষ্মী রায় প্রেমা, মৌসুমী মৌ, সানজিদা রিমি, নওরিন জাহান আলো, শামজ ভাই ও ইউসুফ আহমেদ খান।

গানগুলোর সংগীত পরিচালনা করেছেন এএইচ তূর্য, শামীম মাহমুদ, অভিজিৎ জিতু, আহমেদ কিসলু, রেজওয়ান শেখ, ঋষিকেশ রকি। উর্বশী’র প্রধান সমন্বয়ক ড. মো. হারুনুর রশীদ বলেন আমরা তৃতীয় পর্যায়ে বত্রিশটি মৌলিক গান করেছি। তিনটি গানের শুটিং হবে আউটডোরে।

বাংলা গানের সমৃদ্ধি সাধনের জন্য আমরা একেবারেই নতুন ও মনোমুগ্ধকর গান সৃষ্টির ওপর গুরুত্ব দিচ্ছি। আমাদের প্রতিটি গান খুব ব্যতিক্রমী, আকর্ষণীয় গীতিধর্মী এবং ব্যঞ্জনাধর্মী কথামালা নিয়ে সৃষ্টি হতে যাচ্ছে।
এগুলো শ্রোতা ও দর্শকনন্দিত গান হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।’ গত ০৯ ও ১১ নভেম্বর এফডিসি’র ০৯ নম্বর ফ্লোরে গানগুলোর স্টেজ শুটিং সম্পন্ন হয়। স্টেজে মিউজিক পরিচালনা করেন ব্যান্ড সরলরেখা এবং প্রান্ত-দল।

কোরাসে ছিলেন লাবণী এবং জুঁই। নারী মিউজিশিয়ান হিসেবে কাজ করেছেন লাবণ্য, আঁখি। খুব শীঘ্রই বেসরকারি টিভি চ্যানেল ও উর্বশী ফোরাম-এর ইউটিউব চ্যানেল থেকে গানগুলো প্রচারিত হবে।

ঠাকুরগাঁও সংবাদ

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে স্বাধীনতা কাপ টি-২০ ক্রিকেট টুনার্মেন্টের উদ্বোধন

পীরগঞ্জে জাতীয় যুব সংহতির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আরোহীদের হেলমেট নিশ্চিতকরণে হরিপুর থানা পুলিশের অভিযান

ভোট একবার গণনা করবেন ২য় বার করতে গেলে কেয়ামত পর্যন্ত গণনা করতে হতে পারে ——- জেলা প্রশাসক মাহবুবুর রহমান

হরিপুরে নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত

দিনাজপুরের বিভিন্ন গনমাধ্যম কর্মীদের সাথে গ্রাম বিকাশ কেন্দ্র অধিকার প্রকল্পের অধিপরামর্শ সভা

দিনাজপুর ট্যাক্সেস বার অ্যাসসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

জীবনের তাগিদে তীব্র তাপদাহ ও প্রখর রৌদ্র উপেক্ষা করে ভিক্ষাবৃত্তি

রাণীশংকৈলে দ্রব্যম‚ল্য নিয়ন্ত্রণে ও ইঁদুর নিধন অভিযানে সভা

দেশের উন্নয়নে ঈশান্বিত হয়ে একটি মহল ধর্মের কথা বলে অপপ্রয়াস চালাচ্ছে–রেলপথ মন্ত্রী