“কমিউনিটির আমন্ত্রণ, এইডস হবে নিয়ন্ত্রণ” এই প্রতিপাদ্যাকে সামনে রেখে নানা আয়েজনের মধ্য দিয়ে এইডস সম্পর্কে জনসচেতনতা তৈরিতে দিনাজপুরে পালিত হয়েছে বিশ্ব এইডস দিবস-২০২৩। বর্ণাঢ্য র্যালী শুভ উদ্বোধন করেন দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের সিভিল সার্জন ডাঃ এ.এইচ.এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা: মো: ফজলুর রহমান।
বর্ণাঢ্য র্যালীটি দিনাজপুর শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত বিশ্ব এইডস দিবসের আলোচনা সভায় দিনাজপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ, জেলা পযার্য়ের সংশ্লি®ট এনজিওর কর্মকর্তাবৃন্দ, স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীর অংশগ্রহনে দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের সিভিল সার্জন ডাঃ এ.এইচ.এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী এর সভাপতিতে¦ প্রধান অতিথির বক্তব্যে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা: মো: ফজলুর রহমান বলেন, শুধু টাগর্টে জনগোষ্ঠির এইচ আইভি এইডস প্রিভেশন বিষয়ক প্রতিরোধ গড়ে তোলার জন্য উন্নত পরামর্শ প্রদানের সাথে সাথে ভবিষ্যতের জন্য এই কাজে নিরৎসাহিত করার তাগিদ দিতে হবে। এইডস আক্রান্ত টার্গেট জনগোষ্ঠির সাহায্যের জন্য সরকারি চিকিৎসার পাশাপাশি আমাদের সব এনজিওকে এগিয়ে আসতে হবে। তাদের প্রতি সংবেদনশীল হতে হবে। তারা সমাজের একটা অংশ। রোগটি প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতার শক্ত প্রাচীর গড়ে তোলার আহবান জানান।
দিনাজপুর সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো: সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২৫০ শয্যা বিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ পারভেজ সোহেল রানা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আরজ উল্লাহ, সিনিয়র কনসাল্টটেন্ট ডাঃ আশুতোষ দেব শর্মা (গাইনি) সহ প্রমুখ।
বিশ্ব এইডস দিবসের আলোচনা সভায় অংশগ্রহন করেন ব্রাক, ঢাকা আহছানিয়া মিশন, পল্লী শ্রী, আপোষ কেয়ার বাংলাদেশ, মেরী স্টোপ ক্লিনিক, কাঞ্চন সমিতি, এপিএবি, এনবিএসকে সহ অন্যান্য এনজিও। তথ্য প্রদর্শনে তথ্যভিত্তিক আলোচনা করেন ডিস্ট্রিক্ট সার্ভিলেজ মেডিকেল অফিসার ডাঃ ফয়সাল আহমেদ রাসেল ।