মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জে শনিবার মহিলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সভা উদযাপন উপলক্ষ্যে বিকাল ৪টায় বোচাগঞ্জ আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়ামে মহিলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিষদ এর চেয়ারম্যান লায়লা মোত্তার মোত্তালেব এর সভাপতিত্বে এবং পর্যবেক্ষন পরিষদ এর চেয়ারম্যান শিউলী রানী রায় এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেতাবগঞ্জ পৌর সভার মেয়র মোঃ আসলাম। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে কাল্ব এর সাবেক সেক্রেটারী মোঃ মজিবর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীন, কাল্ব এর সাবেক ডিরেক্টর মোঃ মাহাবুবুর রহমান প্রমুখ। এসময় ব্যবস্থাপনা পরিষদ এর সেক্রেটারী সাহিনা আক্তার গোলাপী, ভাইস চেয়ারম্যান মাহাবুবা খাতুনসহ কমিটির সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং সমবায়ী সদস্যগণ উপস্থিত ছিলেন।