মিজানুর রহমান,হরিপুর প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ২নং আমগাঁও ইউনিয়নের বেলুয়া নীলগাঁও গ্রামের মৃত আকতার আলীর ১০’বছরের এতিম অসহায় শিশু মিজানের গত ১৮ জুলাই রানীশকৈল উপজেলা থেকে তাঁর কর্মসংস্থানের একমাত্র অবলম্বন ব্যাটারি চালিত ভ্যান গাড়িটি চুরি হয়ে যায়। ভ্যান গাড়িটি হারিয়ে শিশু মিজান হতাশায় ও শোকে কাতর হয়ে যায়। কিভাবে তাঁর মা ও ৫ বছরের ছোট বোন আখিমনির মুখে খাবার তুলে দিবে। মিজানের করুণ কাহিনী তুলে ধরে দেবদাস নামে এক ব্যক্তি ফেসবুক পেজে আপলোড দেয়। মূহুর্তের মধ্যে বিষয়টি নেট দুনিয়ায় ভাইরাল হয়। বিষয়টি হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হাসান মুকুলের নজরে আসে। ১৯ জুলাই শিশু মিজানকে নিজ অর্থায়নে একটি নতুন ভ্যান গাড়ি কিনে দেওয়ার আশ্বাস দেন। অবশেষে আজ ২৩ জুলাই তার বাড়িতে গিয়ে তাকে তার স্বপ্নের ভ্যানগাড়িটি তুলে দেন।
হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হাসান মুকুল মিজানের হাতে ভ্যানগাড়ির চাবি তুলে দেওয়ার সময় বলেন এই ভ্যান গাড়িটি তুমি অন্য কাউকে ভাড়া দিয়ে যা আয় হবে তা দিয়ে সংসার চালাবে ও তুমি স্কুলে ভর্তি হবে। তোমার লেখাপড়াসহ যাবতীয় খরচের বিষয়ে সব সময় সহযোগিতা থাকবে বলে মিজানের পরিবারকে আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নগেন কুমার পাল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোজাফ্ফর আহম্মেদ, ২নং আমগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পাভেল তালুকদার, হরিপুর উপজেলা প্রেস কাবের সভাপতি কবিরুল ইসলাম কবির ও সম্পাদক মিজানুর রহমানসহ আরো অনেকে।
এই মানবিক সহায়তার জন্য হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হাসান মুকুল প্রসংসায় ভাসছেন।