সোমবার , ৪ ডিসেম্বর ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে ৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালী,

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ৪, ২০২৩ ১০:৪০ অপরাহ্ণ

দিনাজপুরে ৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৫তম
জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালী,
আলোচনা ও সহায়ক উপকরণ বিতরণ
“প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশ গ্রহন, নিশ্চিত করবে এসডিজি অর্জন” -এবারের এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রবিবার জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র- দিনাজপুর এর আয়োজনে এবং দিনাজপুরের কর্মরত বেসরকারী উন্নয়ন সংস্থা সমূহের সহযোগিতায় ৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বর্ণাঢ্য র‌্যালীর নেতৃত্ব দেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ময়নুল ইসলাম। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাজসেবা কমপ্লেক্স ভবনের ৬তলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মায়নুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোক্তা অধিকার আইন বাস্তবায়ন দপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম, শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আসাদুজ্জামান আসাদ, প্রবেশন অফিসার রুস্তম-ই-জাহান, সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা দিনাজপুরের সভাপতি তামজিদা পারভীন সীমা, প্রতিবন্ধী উন্নয়ন ডেক্স, ডিসিএ দিনাজপুরের সহায়ক অনামিকা পান্ডে। শুভেচ্ছা রাখেন মেঘনা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক আলেয়া বেগম, সিডিডি দিনাজপুর এর প্রজেক্ট অফিসার শৈলেন চন্দ্র রায়, সমাজসেবার কলসালটেন্ট মোঃ নাসিম আলী, দিনাজপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল শাহ্ নেওয়াজ, লেপ্রসি মিশনের প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রদীপ রায়, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম ম্যানেজার পলাশ ক্রুশ ও জাগ্রত সমাজ কল্যাণ সংস্থা দিনাজপুরের সভাপতি আফসানা ইমু।
বক্তারা বলেন, প্রতিবন্ধীদের উন্নয়নের মূল শ্রোতধারায় সম্পৃক্ত করতে সরকার সমাজসেবার মাধ্যমে কাজ করে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে কাউকে পিছনে ফেলে নয়, সকলকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে। প্রতিবন্ধী বান্ধব বর্তমান সরকারের চেষ্টায় আমরা প্রতিবন্ধী সুরক্ষা অধিকার বাস্তবায়ন একটি আইন আমরা পেয়েছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে শিশু হুমায়রা বাঁচাতে মানুষের দ্বারে পিতা-মাতা

স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু মানবাধিকার রক্ষা করেছে ——রাণীশংকৈলে মেয়র মোস্তাফিজুর রহমান

হরিপুরে স্মার্ট ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শেখ হাসিনা সকল অপশক্তিকে রুখে দিয়ে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঢেমঢেমিয়া কালিমেলা

শতগ্রাম ভূমি অফিসে ভূমি সংক্রান্ত সেবা প্রদান করছেন একজন কর্মকর্তা

ছাত্র-জনতা মানববন্ধন করে বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মাসুদুল হক কে তার আসনে বসানো হলো

তেঁতুলিয়ায় আবারও ঘন কুয়াশা, দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দিন ধরে

দিনাজপুরে বাস্কেটবল লীগ শুরু

ঠাকুরগাঁওয়ে পৌর বিএনপির নতুন কমিটি গঠন- সভাপতি- শরিফ, সম্পাদক- তারিক