মঙ্গলবার , ৫ ডিসেম্বর ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ‘প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ’ শুরু

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ৫, ২০২৩ ৬:২৭ অপরাহ্ণ

অনুর্ধ্ব-১৯ এবং বাংলাদেশ জাতীয় দলের বর্তমান ও প্রাক্তন খেলোয়াড়দের অংশগ্রহণে দিনাজপুরে শুরু হয়েছে মাসব্যাপী ‘প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ-২০২৩’। এতে অংশ নিয়েছে দিনাজপুরের ১২টি দল।
সোমবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রধান অতিথি হিসেবে এই ক্রিকেট লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী।
এসময় তিনি বলেন, মানবজীবনে খেলাধুলার গভীর তাৎপর্য রয়েছে। আজকের এই কৃতি খেলোয়াড়রা সুর্যের শক্তি ও তারুণ্যের শক্তির মত আমাদের দেশপ্রেমে উজ্জীবিত করবে। আর এই শক্তি যদি সুন্দর একটি সমাজ ও দেশ গঠনে কাজে লাগে, তাহলে আমাদের উদ্দেশ্য সফল হবে। তিনি বলেন, যার অকুতোভয় নেতৃত্বের কারণে আমরা স্বাধীনতা পেয়েছি, আজ বিজয়ের মাসে সেই মহানয়নক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি। এছাড়া খেলাধুলার যেকোন প্রয়োজনে জেলা প্রশাসন সব সময় জেলা ক্রীড়া সংস্থার পাশে থাকবে।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলারের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, ডা. ইলিয়াস আলী খান এডিন, যুগ্ম সম্পাদক মো. কামরুজ্জামান ও জেলা ক্রীড়া অফিসার মো. আরিফুজ্জামান তুষার।
এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেন, নির্বাহী সদস্য প্রশান্ত কুমার সরকার অরুন, মো. আনোয়ারুল ইসলাম, সৈয়দ মনসুরুল হোসেন ডাবলু, ফাহিমা ইয়াসমিন কলিসহ কর্মকর্তাবৃন্দ, খেলোয়াড়বৃন্দ। সঞ্চালনায় ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ জায়েদী পারভেজ অপুর্ব।
উদ্বোধনী খেলায় অংশ নেয় রেনেসা ক্লাব বনাম বাপ্পি একাদশ। খেলা পরিচালনা করেন অ্যাম্পায়ার সৈয়দ ইসমাইল হোসেন, কামরুজ্জামান তালুকদার মাসুম ও মো. জাকির হেসেন মুন্না।
প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট উপ-কমিটির আহবায়ক মো. আনোয়ারুল ইসলাম সুমী জানান, মাসব্যাপী শুরু হওয়া এই লীগের খেলা হবে ৫০ ওভারে। গ্রæপ পর্বের ২০টি খেলা শেষে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এতে অনুর্ধ্ব-১৯ এবং বাংলাদেশ জাতীয় দলের বর্তমান লিটন দাস ও প্রাক্তন ধীমান ঘোষসহ বেশ কয়েকজন তারকা খেলোয়াড় অংশগ্রহণ করবেন।
অংশগ্রহণকারী ১২টি দল হচ্ছে- ‘ক’ গ্রæপে ক্ষেত্রীপাড়া রেনেসা ক্লাব, প্রচেষ্টা ক্রিকেট কোচিং সেন্টার, পাহাড়পুর এবিসি স্পোর্টস কোচিং সেন্টার, বাহাদুর বাজার বাপ্পি একাদশ ও দিনাজপুর বিএকএসপি।
‘খ’ গ্রæপে বড় ময়দান প্রচেষ্টা ক্রীড়া চক্র, ঈদগাহ স্পোর্টিং ক্লাব, দক্ষিণ বালুবাড়ী উচ্চারণ ক্লাব, মিশনরোড স্পোর্টিং ক্লাব ও বালুবাড়ী প্রযুক্তি অটো।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে এতিম শিশুদের মাঝে শীতবস্ত বিতরণ করলেন– হরিপুর উপজেলা ছাত্রলীগ

ঘোড়াঘাটে উপকারভোগীদের নিয়ে গ্রাম বিকাশের ওরিয়েন্টেশন

ঠাকুরগাঁওয়ে “আত্মকথন” শীর্ষক ভিডিওচিত্র সংকলনের উদ্বোধনী !

আটোয়ারীতে প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠিত

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ আটোয়ারী থানা নির্বাচিত

ষষ্ঠ শ্রেণীর ছাত্রী অপহরণ ও ধর্ষন : এক বছরেও উদ্ধার হয়নি ভিকটিম

ষষ্ঠ শ্রেণীর ছাত্রী অপহরণ ও ধর্ষন : এক বছরেও উদ্ধার হয়নি ভিকটিম

নবরূপীর ঈদ পূনর্মিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

জনগণের মুখোমুখি জেলা প্রশাসক পঞ্চগড়ে গণশুনানিতেই অধিকাংশ সমস্যার সমাধান হচ্ছে

চার্জার রিক্সা ছিনতাইন করতে চালককে হত্যা

চার্জার রিক্সা ছিনতাইন করতে চালককে হত্যা

হরিপুর উপজেলা আ’লীগ: ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তূতিমুলক সভা অনুষ্ঠিত