বুধবার , ৩০ মার্চ ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মার্চ ৩০, ২০২২ ৫:৫৭ অপরাহ্ণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে সুনামধন্য পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০মার্চ -২০২২) বিকেলে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা উপ-পরিচালক মোঃ আখতারুজ্জামান। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য রাখেন বিশেষ অতিথি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জয়ন্ত কুমার ঘোষ। এর আগে প্রতিযোগিতায় ২’শ মিটার দৌড়, বিস্কুট দৌড়, হাড়ি ভাঙ্গা, অংক দৌড় এবং সহ ৪০টি ইভেন্টে ৩৫টি খেলাধূলা অনুষ্ঠিত হয়। বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যুৎ কুমার কবিরাজ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা উপ-পরিচালক মোঃ আখতারুজ্জামান বলেন, কৃতিত্বপূর্ণ জীবন গড়ার অন্যতম মাধ্যম খেলাধূলা। তাই জীবনের ত্যাগিদেই ক্রীড়া “আমাদের কাঙ্খিত স্বপ্ন”। তিনি আরও বলেন, দেশ ও বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের কারণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান করা সম্ভব হয়নি। এতে প্রায় শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিসহ দেড় শতাধিক প্রতিযোগী অংশ নেয়। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র জসি রায় সহ শিক্ষার্থীরা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে
বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যুৎ কুমার কবিরাজ এর সভাপতিত্বে রাজ দেবোত্তর ট্রাস্টের সদস্য ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি বিমল চন্দ্র দাস, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম উজ্জল,সিনিয়র শিক্ষক শ্রীমন্ত কুমার রায়, সিনিয়র শিক্ষক আব্দুর রহিম, সহকারী শিক্ষক প্রসেনজিৎ রায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সহকারী সিনিয়র শিক্ষক হসন্তিকা রায়। শেষে বিজয়ী ১১০ জন প্রতিযোগির মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রধান শিক্ষকের কম্পিউটারের দোকানে শিক্ষাথীদের সনদ তৈরি, জেলে শিক্ষক

ক্রীড়াকে হ্যাঁ বলি, মাদককে না বলি” স্লোগানে খানসামায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের জন্য খেলোয়াড় বাছাই সম্পন্ন

বোচাগঞ্জের মোল্লাপাড়ায় মাকদসহ গ্রেফতার ৩

পীরগঞ্জের খনগাও ইউপি চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা

চিরিরবন্দরে আহমদিয়া সম্প্রদায়ের জলসা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বোদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

আজকের শিক্ষার্থীরাই বঙ্গবন্ধু কন্যার স্মার্ট বাংলাদেশ বিনির্মানের কারিগর -হুইপ ইকবালুর রহিম

বিরল উপজেলার চেয়ারম্যানের প্রতিকী দায়িত্ব এক ঘন্টার জন্য পালন করলো নৃ-গোষ্ঠীর নারী সান্দ্রা

শহীদ অধ্যাপক গোলাম মোস্তফার ৫০ তম শাহাদাত বার্ষিকী আজ

সেতাবগঞ্জ রেলষ্টেশনে চাহিদার তুলনায় আসন বরাদ্দ কম ঃ ট্রেনের টিকেট যেন সোনার হরিণ