বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ১ মার্চ থেকে ৫ মার্চ পর্যন্ত এ একাদশ স্কাউট সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদরাসার প্রায় ৬শতাধিক স্কাউটার এ সমাবেশে অংশ নেন। বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা গত বুধবার বিকালে অনুষ্ঠানের স্কাউট পতাকা উত্তোলন ও সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে উদ্বোধন করেন।