মঙ্গলবার , ৫ ডিসেম্বর ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দিনাজপুরে ‘খো খো লীগ’ শুরু

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ৫, ২০২৩ ৬:৩৯ অপরাহ্ণ

দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দিনাজপুর বড় ময়দান স্পোর্টস ভিলেজ প্রাঙ্গণে ‘খো খো লীগ-২০২৩’ এর উদ্বোধন করা হয়েছে। এতে ১২টি দল অংশগ্রহণ করেছে।
রোববার বিকেল ৪টায় প্রধান অতিথি হিসেবে খো খো লীগের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানে আলম।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেন ও নির্বাহী সদস্য মো. আনোয়ারুল ইসলাম।
উদ্বোধনী খেলায় অংশ নেয় হালকা সবুজ রঙের জার্সি পরে রসুলপুর খো খো দল বনাম হলুদ রঙের জার্সি পরে কাশিমপুর খো খো দল। নির্ধারিত সময়ের খেলায় রসুলপুর খো খো দল করে ১২ পয়েন্ট আর কাশিমপুর খো খো দল করে ৯ পয়েন্ট। ৩ পয়েন্টে বিজয়ী হয় রসুলপুর খো খো দল।
খেলা পরিচালনা করেন রেফারি মো. মহসিন আলী, মো. কামরুজ্জামান, সামসুল হক, হাবিবুর রহমান, শাহ আলম, রাশেদুল ইসলাম মিন্টু, আব্দুল লতিফ, জালাল মিয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ও কাবাডি উপ কমিটির আহবায়ক মো. কামরুজ্জামান, খো খো উপ কমিটির আহবায়ক রবিউল আউয়াল খোকা, নির্বাহী সদস্য প্রশান্ত কুমার সরকার অরুন, সমীরণ ঘোষ, আনোয়ারুল ইসলাম সুমি, মো. আবু শাহিন, জুলফিকার আলী, মোস্তাফিজুর দুলাল, ফাহিমা ইয়াসমিন কলিসহ কর্মকর্তাবৃন্দ, খেলোয়াড়বৃন্দ ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমি দর্শক উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন সংস্থার কোষাধ্যক্ষ জায়েদী পারভেজ অপুর্ব।
অংশগ্রহণকারী ১২টি দল হচ্ছে- ‘ক’ গ্রæপে রয়েছে রসুলপুর খো খো দল, কাশিমপুর খো খো দল ও দিনাজপুর খো খো পরিষদ। ‘খ’ গ্রæপে রয়েছে কাশিমপুর সাত্তার স্মৃতি সংসদ, জপেয়া’র মোল্লাপাড়া যুব সংঘ ও দিনাজপুর খো খো একাডেমি। ‘গ’ গ্রæপে রয়েছে ফুলতলা খো খো দল, চিরিরবন্দর করঞ্জী’র বনফুল ক্রীড়া ক্লাব ও নবাবগঞ্জের কুশদহ ছাবিদগঞ্জ খো খো একাদশ। ‘ঘ’ গ্রæপে রয়েছে বিরলের মিরাপাড়া’র ধর্মপুর শাপলা সমিতি, আল্লী হাজ্বিপাড়া ক্রীড়া ও স্বাস্থ্য ক্লাব এবং খানপুর সাহিত্য ও ক্রীড়া ক্লাব খলিফাপাড়া।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগায়ের পীরগঞ্জে হেরোইন সহ ২ জন গ্রেপ্তার

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর ২০২৪-২৫ সেশনে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন ও অভিভাবক সমাবেশ

হাবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য সায়েন্টিফিক পেপার, থিসিস রাইটিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস শীর্ষক প্রশিক্ষণ

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুরে গাঁজা চালান সরবরাহ করতে এসে গাঁজাসহ আটক-৭জন

গ্রাম উন্নয়ন প্রচেষ্টার উদ্দ্যেগে ছাগল পালন প্রশিক্ষণ ও বিনামূল্যে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ

রিপোর্ট দিতে গড়িমসি দিনাজপুর চেক আপ ডায়াগন্ষ্টিক সেন্টার এর বিরুদ্ধে অসহায় পিতার সাংবাদিক সম্মেলন

খানসামায় ২৬০০ কৃষক পেল বিনামূল্যে  পাট বীজ ও রাসায়নিক সার

খানসামায় ২৬০০ কৃষক পেল বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার

পঞ্চগড়ে ক্লিনিকের তিনতলা থেকে পড়ে শিশুর মৃত্যু

বীরগঞ্জে অবৈধ সিনটা ট্যাবলেট উদ্ধার, আটক ২