ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের দক্ষিণ সালন্দর এলাকার একটি বাঁশ ঝাড় থেকে মো.আসিফ নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ । আসিফ সদর উপজেলার দক্ষিণ সালন্দর মুন্সি পাড়া এলাকার মো. মালিক এর ছেলে।
তার বাবা মালিক জানান গত মঙ্গলবার রাত ৯ টা থেকে নিখোঁজ ছিল সে। অনেক খোঁজা খুজির পড়েও তাকে পাওয়া যায়নি। পরে বুধবার সকালে এলাকাবাসী তাঁর ঝুঁলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় পড়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটা আত্মহত্যা তবে লাশ ময়না তদন্তে পাঠানো হয়েছে। এটা হত্যা না আত্মহত্যা তদন্ত শেষে বলা যাবে।