আপেল মাহমুদ, রুহিয়া(ঠাকুরগাঁও) সংবাদদাতাঃ ঠাকুরগাঁও সদরের রুহিয়া সড়কের ঢোলারহাট এলাকায় মোটর সাইকেল ও বাই সাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারী) বেলা ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটর সাইকেল ঠাকুরগাঁও থেকে রুহিয়া যাচ্ছিল। ঢোলারহাট নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাই সাইকেলর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল ও বাই সাইকেল চালক দুইজনই মারাত্বক ভাবে আহত হয়। গুরুতর অবস্থায় মোটর সাইকেল চালক জিয়াউর রহমান জিয়া (৩৫) রুহিয়া থানাধীন সেনিহাড়ী গ্রামের মোঃ সলেমান আলীর ছেলে ও ঢোলারহাট ইউনিয়নের দয়ার কুমারের ছেলে ধীরেন কুমার (৫০) কে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চিত্তরঞ্জন রায় জানান, আহতরা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।