পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কিল ঘুষিতে বড় ভাই ইয়াকুব আলী (৮৩) নামে এক বৃদ্ধ মারা গেছেন। গতকাল মঙ্গলবার সকালে সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের সাহেবীজোত ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইয়াকুব আলী ওই এলাকার আফসার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কিছুদিন ধরে জমি নিয়ে বৈপিত্রেয় বড় ভাই ইয়াকুব আলীর সাথে ছোট ভাই আব্দুল মোমিনের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে শালিসও হয়। গতকাল সকালে একই বিষয়ে নিয়ে আবারো বিরোধে জড়ায় দুই ভাইসহ পরিবারের সদস্যরা। এক পর্যায়ে ছোট ভাই আব্দুল মোমিনের কিলঘুষিতে বড় ভাই ইয়াকুব আলীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) রঞ্জু আহম্মেদ বলেন, রাস্তা নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। ছোট ভাইয়ের কিলঘুষিতে বড় ভাই ইয়াকুব আলী মারা গেছেন বলে তারা অভিযোগ করা হয়েছে। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছি। তবে ইয়াকুব আলী অসুস্থ ছিলেন। তার হাতে ক্যানুলা ও ক্যাথেটার লাগানো ছিলো। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে।