বৃহস্পতিবার , ১৪ ডিসেম্বর ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

তেঁতুলিয়ায় আবারও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হাড় কাঁপছে বরফ শীতে

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ১৪, ২০২৩ ৮:৩৮ অপরাহ্ণ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
তেঁতুলিয়ায় আবারও দেশের সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড হয়েছে। তাপমাত্রা নেমে রেকর্ড হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অধিদপ্তর। এর তিন ঘন্টা আগে ভোর ৬টায় রেকর্ড হয় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনি¤œ এ তাপমাত্রায় শীতের কাপুনীতে জর্জরিত উত্তরের উপজেলা তেঁতুলিয়ার সর্বস্তরের মানুষ।

উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, সকালে রোদের আলো ছড়ালেও রাত থেকে সকাল পর্যন্ত অনুভূত হচ্ছে বরফের মতো ঠান্ডা। এতে করে নি¤œ আয়ের মানুষগুলো শীত নিবারণ করছে খড়কুটো জ্বালিয়ে। জীবিকার তাগিদে শীত উপেক্ষা করেই সকালে পাথর শ্রমিক, চা শ্রমিক, দিনমজুর থেকে নি¤œ আয়ের বিভিন্ন পেশাজীবি মানুষদের কাজে বেরিয়ে যেতে দেখা যায়।

তেলিপাড়া গ্রামের সখিনা খাতুন জানান, কুয়াশা না থাকলেও প্রচন্ড ঠান্ডা। ঘরের মেঝে থেকে শুরু করে আসবাপত্র ও বিছানা পর্যন্ত বরফ হয়ে উঠে। সকালে গৃহস্থালী করতে গিয়ে কনকনে ঠান্ডায় হাত-পা অবশ হয়ে আসে।

চা শ্রমিক হাসানসহ কয়েকজন জানান, কনকনে শীত। প্রচন্ড এ শীতের মধ্যেই তারা চা বাগানে পাতা তুলতে এসে হাত-পা অবশ হয়ে আসছে। কিন্তু কী করবো, জীবিকার তাগিদে কাজ করতে হচ্ছে। একই কথা বলেন নদীতে পাথর তুলতে যাওয়া সহিদুল ইসলামসহ অন্যান্যরা।

এদিকে শীতের কারণে বাড়তে শুরু করে বিভিন্ন শীতজনিত রোগ ব্যাধি। জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে আউটডোরে ঠান্ডাজনিত রোগী বাড়তে শুরু করেছে। চিকিৎকরা চিকিৎসরা পাশাপাশি শীতজনিত রোগ থেকে নিরাময় থাকতে বিভিন্ন পরামর্শ প্রদান করছেন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, বৃহস্পতিবার তাপমাত্রা ১০ এর ঘরে অবস্থান করছে। সকাল ৯টায় ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। ভোর ৬টায় রেকর্ড করা হয় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের সর্বনি¤œ। বিশেষ করে এ অঞ্চলটি হিমালয়-কাঞ্চনজঙ্ঘা পর্বতের নিকটস্থ হওয়ায় শীত অনুভূত হচ্ছে। শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কলেজছাত্র মিলন অপ’হ’রণ ও হ’ত্যা।।লোমহ’র্ষক বর্ণনা ডিবির

বঙ্গবন্ধু হত্যারপরিকল্পনাকারী বি এন পি,মনোরঞ্জন শীল গোপাল এমপি

জিয়া হার্ট ফাউন্ডেশনে বিশ্ব হার্ট দিবস উদযাপন

সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের আকুল আবেদন ‘ক’ তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা হয়েও গেজেটভুক্ত তালিকায় আমার নাম নেই

বিরামপুরে আল কোরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

তলাবিহীন ঝুড়ি দেশকে আজ উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছে শেখ হাসিনা —-হুইপ ইকবালুর রহিম

দিনাজপুরে সমৃদ্ধি কর্মসূচীর আওতায় বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প

দিনাজপুরে ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন

দিনাজপুরের ডেন্টাল সার্জন ডাঃ মেজবাহ্ উদ্দীন চৌধুরী স্বপরিবারে ওমরাহ হজ্জ পালনের উদ্দেশ্যে রওনা

উত্তরাঞ্চল থেকে হারিয়ে যেতে বসেছে আমাদের জাতীয় ফুল শাপলা