দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র লিলি মোড় সংলগ্ন মুন্সিপাড়াস্থ “রাজারামপুর হাউস” এর ডেন্টাল স্কয়ারের ওরাল এন্ড ডেন্টাল সার্জন ডাঃ মেসবাহ উদ্দিন চৌধুরী স্বপরিবারে ওমরাহ হজ্জ পালনের উদ্দেশ্যে গতকাল শনিবার সৌদি আরবের উদ্দ্যেশ্যে রওনা দিয়েছেন।
তিনি সাবেক এমএনএ মরহুম নুরুল হুদা চৌধুরীর পুত্র অধ্যাপক শওকত আলী চৌধুরীর পুত্র এবং বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আলী চৌধুরী (বাদশা চৌধুরী)’র ভাতিজা। ডাঃ মেজবাহ উদ্দীন চৌধুরী’র সাথে তার স্ত্রী ডাঃ নাজনীন চৌধুরী, পুত্র ইয়াসির চৌধুরী, কন্যা ইনাইফ চৌধুরী, ইয়াসানা চৌধুরী ওমরাহ হজ্জ পালনের জন্য সৌদি আরবে রওনা দিয়েছে। তারা পরিবারের সকল সদস্য, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, এলাকাবাসীর নিকট দোয়া চেয়েছেন যাতে আল্লাহ তায়ালা তাদের ওমরাহ হজ্জ পালন কবুল করেন। মোহাম্মদ আলী চৌধুরী (বাদশা চৌধুরী) বলেন, ইতিপূর্বে আমি এবং আমার স্ত্রী ও আমাদের পরিবারের সকল সদস্যরাই পর্যায়ক্রমে পবিত্র হজ্জ পালন করেছে এবার পবিত্র ওমরাহ হজ্জ পালনের জন্য আমার ভাতিজা ডাঃ মেজবাহ উদ্দীন চৌধুরী ও তার পরিবারের সদস্যরা রওনা দিয়েছে।