শুক্রবার , ১৫ ডিসেম্বর ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও বসে নেই দিনাজপুর -১ আসনের প্রার্থীরা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ১৫, ২০২৩ ৭:৪০ অপরাহ্ণ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুর -১ (বীরগঞ্জ -কাহারোল ) নির্বাচনী আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট যুদ্ধে যারা লড়ছেন তারা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করলেও ঘরে বসে নেই। তারা নিজেদের যোগ্য, কর্মঠ, সৎ ও নিষ্ঠাবান হিসেবে ভোটারদের সামনে গিয়ে উপস্থাপন করছেন। ওই সংসদীয় আসনে নির্বাচনী দামাডলে মেতে উঠেছেন ভোটাররা।

উৎসব মুখর পরিবেশে ভোট আয়োজন করতে কিংবা ভোট কেন্দ্রে ভোটার বৃদ্ধি করতে প্রার্থীরা আগে ভাগেই প্রচারণা শুরু করে দিয়েছেন। প্রার্থীরা ঘরে বসে নেই। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নিজেকে যোগ্য, কর্মঠ, সৎ ও নিষ্ঠাবান হিসেবে কথা নেওয়ার চেষ্টা করছে। এমনকি ভোট কেন্দ্রে ভোটার বৃদ্ধি করতে প্রার্থীরা এখন থেকেই পুরোদমে প্রচারণায় নেমে পড়েছে। এই আসনে প্রচারণায় আওয়ামী লীগ, আওয়ামী লীগ বিদোহী (স্বতন্ত্র) ও জাতীয় পার্টি সক্রিয়।
প্রচারণায়,অন্যান্য প্রার্থীরা নেই।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মনোরঞ্জন শীল গোপাল, আওয়ামী লীগ স্বতন্ত্র ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শাহিনুর ইসলাম প্রচারণা শুরু করলেও অন্যান্য প্রার্থী ন্যাশনাল পিপলস পার্টি, ওয়ার্কার্স পার্টি ও জাকের পার্টি দলের প্রার্থীর প্রচারণা চো?খে প?ড়েনি। নৌকা মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল , আওয়ামী লীগ বিদেহী ( স্বতন্ত্র) প্রার্থী বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী বীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মোঃ শাহিনুর ইসলাম বীরগঞ্জ ও কাহারোল নির্বাচনীয় এলাকায় উঠান বৈঠক, ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। অন্য ওয়ার্কার্স পার্টির আব্দুল হক, ন্যাশনাল পিপলস পার্টি (বাংলাদেশ) মো: জহুরুল ইসলাম, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির আব্দুল হক ও জাকের পার্টির বিভূতি কে প্রচার-প্রচারণায় তেমন তোরজোর নেই বলেই চলে। বর্তমান এমপি মনোরঞ্জন শীল গোপাল তিনি কর্মীসমর্থক ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে নিয়ে ভোটারদের কাছে চলমান উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে ভোট চাচ্ছেন।
পাশাপাশি আওয়ামী লীগ বিদেহী ( স্বতন্ত্র) প্রার্থী আলহাজ্ব জাকারিয়া জাকা ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শাহিনুর ইসলাম তাদের নিজ নিজ কর্মীসমর্থকদের সাথে নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছে
প্রচারণা চলিয়ে যাচ্ছে। কিন্তু ওয়ার্কার্স পার্টির আব্দুল হক, ন্যাশনাল পিপলস পার্টি (বাংলাদেশ) মো: জহুরুল ইসলাম, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির আব্দুল হক ও জাকের পার্টির বিভূতি কে নির্বাচনী প্রচারণায় দেখা যায়নি।

সর্বশেষ - ঠাকুরগাঁও