পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভূয়া মুক্তিযোদ্ধা ও ভূয়া বীরাঙ্গনা তালিকাভূক্তির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় পাঠচক্রের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল পীরগঞ্জ থানার সামনে থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্ব চৌরাস্তা বঙ্গবন্ধুর মুর্যালে এসে শেষ হয়। এ সময় বঙ্গবন্ধুর মুর্যালর সামনে প্রতিবাদ সমাবেশ করা হয়। এতে বক্তব্য দেন, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, পাঠচক্রের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, পাঠচক্রের শামীমুজ্জামান জুয়েল, মোশাররফ হোসেন প্রমূখ।
এ সময় বক্তারা উপজেলার ভূয়া মুক্তিযোদ্ধাদের নাম বাদ দিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশের আহ্বান জানান।