ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\দিনাজপুরের ফুলবাড়ীতে বিজিবি কতৃক উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
রোববার দুপুর ১২টায় ফুলবাড়ী ২৯বিজিবি সদর দপ্তরে এই মাদক ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকের মূল্য ৯ কোটি ৬২ লক্ষ ৪৭ হাজার ২৮০ টাকা।
বিজিবি জানায়, দিনাজপুর এবং ঠাকুরগাঁও জেলার সীমান্ত এলাকায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এবং দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর বিজিবি সদস্যরা সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করেছে।
এরই ধারাবাহিকতায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ২০২৪ সনের গত ০১ ফেব্রæয়ারি থেকে চলতি বছরের গত ২০ জানুয়ারি পর্যন্ত এবং দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) ২০২৪ সনের গত ০১ ফেব্রæয়ারি থেকে চলতি বছরের ২৮ জানুয়ারি পর্যন্ত মালিকবিহীন অবস্থায় আটককৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য রোববার ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি সদরদপ্তর মাঠে ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৯,৬২,৪৭,২৮০/- (নয় কোটি বাষট্টি লক্ষ সাতচল্লিশ হাজার দুইশত আশি)টাকা।
ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে ছিল ২৬৭৯৩ বোতল ফেন্সিডিল, ৪৫১ বোতল এমকেডিল, ৪৬৮ বোতল ইস্কপ সিরাপ, ৮৪২ পিস ইয়াবা, ২৬.৩৯৭ কেজি গাঁজা, ৩১৪৭৪ বোতল বিদেশী মদ, ৪২৩৩০ পিস নেশাজাতীয় ইনজেকশন, ৩৬৯১৮ পিস নেশাজাতীয় ট্যাবলেট, ৩.০৬৭ কেজি কোকেন, ৩৭৩৬.৫০০ লিটার দেশী মদ, ৬৬৭৩৮ বোতল যৌন উত্তেজক সিরাপ, ৮৩৩৭০ পিস মদ তৈরির ট্যাবলেট, ১০৯৭বোতল বাংলাদেশী হোমিও প্যাথিক সিরাপ এবং ০৩ বোতল নেশাজাতীয় দ্রব্য হাই প্লাস ইত্যাদি।
মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান (এসজিপি)।এছাড়াও উপস্থিত ছিলেন,দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল গাজী মোহাম্মদ মিজানুল হক, (পিএসসি), জয়পুরহাট ব্যাটালিয়ন ২০বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাহিদ নেওয়াজ, পিএসসি, এলএসসি, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম, পিএসসি, ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ বি এম জাহিদুল করিম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাফর আরিফ চৌধুরী, মাদক দ্রব্য অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক নজিউর উল্লাহ ও ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুলসহ বিজিবি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ।