পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ সারের বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহার, সকল প্রকার কৃষি উপকরণের দাম কমানো সহ কৃষকের উৎপাদিত ফসলের লাভজনক মূল্য নিশ্চিত করতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ কৃষক সমিতি এ কর্মসূচীর আয়োজন করে। মিছিল শেষে পৌর শহরের পূর্ব চৌরাস্তায় সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পীরগঞ্জ শাখার সভাপতি প্রভাত সমীর শাহাজাহান, সাধারণ সম্পাদক মোর্তুজা আলম, প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কমিউনিস্ট পার্টির নেতা সতিশ চন্দ্র রায় প্রমূখ। এ সময় পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা সহ সিপিবি’র স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।