সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে মঙ্গলবার ১২ এপ্রিল সারা দেশের মতো সরকারিভাবে ১ বৈশাখ বাংলা নববর্ষ-১৪২৯ উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে সভায় উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না,আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক৷ ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, মহিলা লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, পৌর কাউন্সিলর হালিমা আকতার ডলি, রাণীশংকৈল সংগীত বিদ্যালয় সাধারণ সম্পাদক সহ-অধ্যাপক সুকুমার চন্দ্র মোদক ও সহ-সম্পাদক সহ-অধ্যাপক প্রশান্ত বসাক, রাণীশংকৈল প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও যুগ্ম আহবায়ক হজরত আলী, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ও শরৎচন্দ্র রায় প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন কর্মকর্তা ও সাংস্কৃতিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় ১ বৈশাখ সকাল ৯-৩০মি.র ্যালি
ও পরে ডিগ্রি কলেজ মাঠে আলোচনা সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।