বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সেস দিনাজপুর এর সহযোগিতায় অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে স্টেকহোল্ডারগণের সমন্বয়ে অবহিতকরণ সভা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
২৬ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় দিনাজপুর ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সেস (পরমাণু চিকিৎসা কেন্দ্র) অডিটোরিয়ামে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা নাজনিন হোসেন এর সভাপতিত্বে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব ও বিকল্প অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা খান মো. রেজা-উন-নবী’র সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন দিনাজপুর ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সেস-এর পরিচালক ও প্রধান চিকিৎসা কর্মকর্তা অধ্যাপক ডাঃ বি কে বোস।
অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে স্টেকহোল্ডারগণের সমন্বয়ে অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ এ.এফ.এম. নুরুল্লাহ্, উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ নাদির হোসেন, এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ এ.টি.এম নুরুজ্জামান, সিভিল সার্জন ডাঃ এ এইচ এম. বোরহান-উল-ইসলাম, দিনাজপুর ডায়াবেটিস্ স্বাস্থ্য সেবা হাসপাতালের সাধারণ সম্পাদক মো. সফিকুল হক ছুটু, নাট্য সমিতির সভাপতি চিত্ত ঘোষ, এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডাঃ ইসরাত শারমিন, সহযোগী অধ্যাপক ডাঃ শারমিন কুন্ডু, সহযোগী অধ্যাপক ডাঃ মাহবুব হোসেন নিরব, ডাঃ ইরেশ চন্দ্র ভট্টাচার্য, ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সেস-এর চিকিৎসক ডাঃ মরিয়ম নুসরাত প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সেস-এর মেডিক্যাল অফিসার ডাঃ মো. খায়রুল কবির পিয়াল প্রমুখ।
ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সেস-এর মেডিক্যাল অফিসার ডাঃ তানভিরুল ইসলাম-এর পরিচালনায় মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন স্টেকহোল্ডারগণ।