চলতি বোরো ধান কাটা মৌসুমে দিনাজপুরে দালাল ও মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে অন্য জেলার কম্বাইন হারভেস্টার মেশিনগুলো এসে ধান কাটার ফলে কৃষি যান্ত্রিকীরণ এই প্রকল্পের স্থানীয় শত শত উদ্যোক্তারা ক্ষতিগ্রস্থ্যের আশংকায় শংকিত হয়ে পড়ছে।
শনিবার সকালে দিনাজপুর প্রেসক্লাব কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে উপরোক্ত অভিযোগ করেন দিনাজপুর জেলা কম্বাইন হার্ভেস্টার মালিক সমিতির নেতৃবৃন্দ। এসময় সংগঠনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারন সম্পাদক কৃষিবিদ মুনেম। লিখিত বক্তব্যে তিনি বলেন,হাওর ও বিল অঞ্চলে ধান কাটা হয় এপ্রিল এবং মে মাসের প্রথম দুই সপ্তাহ। ফলে বিল ও হাওড়ের কম্বাইন হার্ভেষ্টার মেশিনগুলো সরকারী নিয়মনীতির কোনোরূপ তোয়াক্কা না করেই দালাল ও মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে অধিক লাভের আশায় কোনোরকম ছাড়পত্র ছাড়াই দিনাজপুরের বিভিন্ন এলাকায় ধান কাটার জন্যে চলে আসছে। যার ফলে দিনাজপুরের স্থানীয় শত শত উদ্যোক্তা কম্বাইন হার্ভেস্টার গাড়ি মালিকেরা আর্থিক ক্ষতির সন্মুখীন হচ্ছেন,দিতে পারছেন কোম্পানীর কিস্তির টাকা। এক সময় গাড়ি সরবরাহকারী কোম্পানাী গুলো সঠিক সময়ে তাদের কিস্তির টাকা না পাওয়ায় মাঠ থেকে মেশিনগুলো আবার ফেরত নিয়ে যাচ্ছে। এতে হার্ভেস্টার মেশিন মালিকের টাকা ও মেশিন উভয় চলে যাওয়ায় হার্ভেস্টার মালিক ও উদ্যোক্তারা চরম হতাশায় ভুগছে। যারফলে তরুন উদ্যোক্তারা বিপুল পরিমান আর্থিক ক্ষতির শিকার হয়ে ধীরে ধীরে দুরে সরে যাচ্ছে এ ব্যবসা থেকে।
এসময় সংবাদ সম্মেলনে তারা বলেন, সরকারের দেয়া ৫০% ভর্তুকি মুল্যে আমরা দিনাজপুরের ৫ শতাধিক উদ্যোক্তা কম্বাইন হার্ভেস্টার মেশিন ক্রয় করে কৃষককে উন্নত সেবা দেওয়ার মধ্যদিয়ে নিজেরাও উপকৃত হতে চাই। কিন্ত একটি কুচক্রি সুবিধাভোগী মহল সরকারের এই মহত উদ্দ্যোশকে নষ্ট করতেই নানান চক্রান্ত নিয়ে মাঠে কাজ করছে। তারা চক্রান্ত করে সরকারের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পকে ক্ষতিগ্রস্থ করতে চায়। এই চক্রান্ত প্রতিহত করতে হলে সরকারের সংশ্লিষ্ট দফতরকে সজাগ ও সর্তক হওয়া বাঞ্চনীয় বলে আমরা মনে করি।
এব্যাপারে সর্বাত্বক সহযোগীতা চেয়ে স্থানীয় হার্ভেস্টার মালিকরা জেলা কৃষি অফিসকে ইতিমধ্যে সার্বিক তথ্য তুলে ধরে প্রতিকার চাইলেও তেমন কোনো ধরনের সাড়া না মেলায় হতাশায় ভুগছেনা তারা। তাই দিনাজপুর জেলায় কম্বাইন হার্ভেস্টার যন্ত্রগুলোর সঠিক ব্যবহার সংক্রান্ত সরকারী নীতিমালার সুষ্ঠ বাস্তবায়ন ও মধ্যস্বত্বভোগী দালালদের মাধ্যমে বাহিরের হাভেস্টার যন্ত্র দিনাজপুরে প্রবেশ বন্ধের দাবী করেন দিনাজপুর জেলা কম্বাইন হার্ভেস্টার মালিক সমিতির নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ইমতিয়াজ আহম্মেদ,সহ সভাপতি রহমতুল্লাহ রহমত,সাংগঠনিক সম্পপাদক রুবেল ইসলাম,কোষাধ্যক্ষ জুয়েল মো: গোলাম,প্রচার সম্পাদক মুহাইমিনুর রহমান প্রমুখ।